News71.com
 International
 05 Dec 20, 10:18 PM
 286           
 0
 05 Dec 20, 10:18 PM

রোহিঙ্গাদের মিয়ানমারে পাঠানোই টেকসই সমাধান।। জাতিসংঘের প্রতিনিধি

রোহিঙ্গাদের মিয়ানমারে পাঠানোই টেকসই সমাধান।। জাতিসংঘের প্রতিনিধি

আন্তর্জাতিক ডেস্কঃ রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠানোই টেকসই সমাধান বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত জাতিসংঘের আবাসিক প্রতিনিধি মিয়া সেপ্পো। শনিবার (০৫ ডিসেম্বর) দুপুরে রাজধানীতে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। তিনি বলেন, পরিস্থিতি সামাল দিতে রোহিঙ্গাদের ভাসানচরে পাঠানোর উদ্যোগ পযর্বেক্ষণ করছে জাতিসংঘ। ভাসানচরে তাদের পাঠানোর বিষয়টিকে ইতিবাচক হিসেবেই দেখা হচ্ছে বলে জানান মিয়া সেপ্পো। তবে ভাসানচরে স্থানান্তরে কোনো সমাধান দেখেছেন না জাতিসংঘের এ কর্মকর্তা। তিনি বলেন, রোহিঙ্গারা মিয়ানমারের নাগরিক। তাই স্থায়ী সমাধান অবশ্যই তাদের নিজ দেশে ফিরে যাওয়া। কয়েক লাখ রোহিঙ্গা কক্সবাজারে বসবাস করছে। তাই রোহিঙ্গাদের ভাসানচরে স্থানান্তর একটি প্রাথমিক ধাপ বলেও মনে করেন মিয়া সেপ্পো। এদিকে, আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবসের আলোচনা সভায় স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম বলেন, করোনায় বা যেকোনো দুর্যোগ মুহূর্তে স্বেচ্ছাসেবীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। দেশে স্বেচ্ছাসেবা নীতিমালা প্রণয়নের প্রস্তুতি চলছে, যা হবে জাতিসংঘের নীতিমালার আলোকে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন