News71.com
 International
 26 Nov 20, 06:29 PM
 336           
 0
 26 Nov 20, 06:29 PM

ম্যারাডোনা স্মরণে মোদি-রাহুল গান্ধীর টুইট।।

ম্যারাডোনা স্মরণে মোদি-রাহুল গান্ধীর টুইট।।

আন্তর্জাতিক ডেস্কঃ দিয়েগো ম্যারাডোনা। ফুটবল ঈশ্বর। ফুটবলের কিংবদন্তি। এক দুর্বিনীত যোদ্ধা। মাঠের যুদ্ধে ছিলেন প্রতিপক্ষের ত্রাস। কিন্তু জীবন যুদ্ধে হেরে গেলেন এই যোদ্ধা। চলে গেলেন সবাইকে কাঁদিয়ে। কিন্তু চলে যাওয়া মানেই কি প্রস্থান? না। ফুটবল ঈশ্বর হয়তো থাকবেন সমর্থকদের হৃদয়ে। থাকবেন মাঠ আলো করে। তার চলে যাওয়া শোকাচ্ছন্ন করেছে পুরো বিশ্বকে। বিশ্বের কোটি সমর্থক আজ শোকে মুহ্যমান। তার চলে যাওয়াকে শ্রদ্ধাভরে স্মরণ করছে সবাই। ক্রীড়াঙ্গন ছাপিয়ে তা ছেয়ে গেছে রাজনীতিতেও। ম্যারাডোনার মৃত্যুতে শোক আর শ্রদ্ধা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কংগ্রেস নেতা রাহুল গান্ধী, সাবেক মন্ত্রী শশী থারুর। ম্যারাডোনার মৃত্যুর খবরে টুইট করেছেন নরেন্দ্র মোদি। তিনি লিখেছেন, 'দিয়েগো ম্যারাডোনা ছিলেন একজন অসাধারণ ফুটবলার। তিনি সর্বত্রই জনপ্রিয় ছিলেন। ফুটবল ক্যারিয়ারে তিনি অসংখ্য আনন্দের স্মৃতি রেখে গেছেন আমাদের জন্য। তার চলে যাওয়া আমাদের ব্যথিত করেছে। তার আত্মার শান্তি কামনা করছি।' কংগ্রেস নেতা রাহুল গান্ধী লিখেছেন, 'লিজেন্ড (ম্যারাডোনা) আমাদের ছেড়ে চলে গেছেন। ফুটবলের জাদুকর ছিলেন তিনি। ফুটবল কেন 'দ্য বিউটিফুল গেম' তা তিনি আমাদের দেখিয়েছিলেন। ম্যারাডোনার মৃত্যুতে তার পরিবার, বন্ধু এবং স্বজনদের প্রতি সমবেদনা জানাচ্ছি।'এছাড়া ভারতের বিশিষ্ট রাজনীতিবিদ, সাবেক মন্ত্রী শশী থারুর একটি ছবি দিয়ে ম্যারাডোনাকে স্মরণ করেছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন