News71.com
 International
 26 Nov 20, 06:27 PM
 208           
 0
 26 Nov 20, 06:27 PM

ইসরায়েল-আমিরাতের সরাসরি ফ্লাইট চলাচল শুরু॥

ইসরায়েল-আমিরাতের সরাসরি ফ্লাইট চলাচল শুরু॥

আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সম্পর্ক স্বাভাবিককরণে চুক্তি পর এবার সংযুক্ত আরব আমিরাত এবং ইসরায়েলের মধ্যে সরাসরি ফ্লাইট চলাচল শুরু হয়েছে। বৃহস্পতিবার দুবাই থেকে তেল আবিবের মধ্যে সরাসরি এ ফ্লাইট চালু করেছে এয়ারলাইন ফ্লাইদুবাই। বৃহস্পতিবার চার ঘণ্টার পথ পাড়ি দিয়ে ফ্লাইদুবাইয়ের উদ্বোধনী ফ্লাইটটি তেল আবিব পৌঁছানোর কথা রয়েছে। দুবাইভিত্তিক বিমানটি দৈনিক দু’বার তেল আবিব রুটে চলাচল করবে। এছাড়া ইসরায়েলি এয়ারলাইন এল আল এবং ইসরেয়ার উভয়ই জানিয়েছে তারা আগামী মাস থেকেই দুই দেশের মধ্যে বাণিজ্যিক ফ্লাইট চালু করতে পারে। আবু ধাবিকেন্দ্রিক ইতিহাদ এয়ারওয়েজ ঘোষণা দিয়েছে তারা ২০২১ সালের মার্চে তেল আবিবগামী ফ্লাইট শুরু করবে। গত সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সম্পর্ক স্বাভাবিককরণে তথাকথিত ঐতিহাসিক চুক্তিতে সই করে ইসরায়েল ও আমিরাত। ইসরায়েলি প্রধানমন্ত্রীর মুখপাত্র অফির জেন্ডেলম্যান এক টুইটবার্তার বলেছেন ফ্লাইদুবাইয়ের ফ্লাইট বেন-গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে সেটির অভ্যর্থনা অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নেতানিয়াহু।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন