News71.com
 International
 24 Oct 20, 12:58 PM
 330           
 0
 24 Oct 20, 12:58 PM

ব্রেক্সিট পরবর্তী চূড়ান্ত বাণিজ্যিক চুক্তিতে যুক্তরাজ্য-জাপান।।

ব্রেক্সিট পরবর্তী চূড়ান্ত বাণিজ্যিক চুক্তিতে যুক্তরাজ্য-জাপান।।

নিউজ ডেস্কঃ ব্রেক্সিট পরবর্তী বাণিজ্যিক চুক্তিতে আনুষ্ঠানিকভাবে সই করছে যুক্তরাজ্য ও জাপান। চুক্তিটি আগামী বছরের শুরু থেকে অর্থাৎ ১লা জানুয়ারি থেকে কার্যকর হবে। শুক্রবার (২৩ অক্টোবর) এই খবর জানিয়েছে বৃটিশ গণমাধ্যম বিবিসি। এই চুক্তির ফলে জাপানে পণ্য রপ্তানিতে যুক্তরাজ্য শুল্কমুক্ত সুবিধা পাবে। আর যুক্তরাজ্যের বাজারে ২০২৬ সাল পর্যন্ত গাড়ি রপ্তানিতে একই সুবিধা পাবে জাপান। এই চুক্তিকে ঐতিহাসিক বলে আখ্যা দিয়েছেন যুক্তরাজ্যের আন্তর্জাতিক বাণিজ্য বিষয়ক সচিব লিজ ট্রুজ। তবে, সমালোচকরা বলছেন, এতে খুবই সামন্য সুবিধা পাবে যুক্তরাজ্যের অর্থনীতি। তাদের মতে, যুক্তরাজ্যের জিডিপির মাত্র শুন্য দশমিক শুন্য সাত শতাংশ প্রবৃদ্ধি হবে এই চুক্তির ফলে। অথচ ইউরোপীয় ইউনিয়ন থেকে বের হয়ে যাওয়ায় এর চেয়ে অনেক বেশি পরিমাণ ক্ষতির মুখে পড়েছে দেশটি।এর আগে গত মাসেই যুক্তরাজ্য-জাপান এই চুক্তির সমঝোতায় পৌঁছে। দেশ দুইটির প্রত্যাশা এতে ১৫ বিলিয়ন পাউন্ডের বাণিজ্যিক অগ্রগতি হবে তাদের।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন