News71.com
 International
 19 Oct 20, 08:48 PM
 300           
 0
 19 Oct 20, 08:48 PM

দুর্গাপুজো মণ্ডপে দর্শক প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে কলকাতা হাইকোর্ট॥

দুর্গাপুজো মণ্ডপে দর্শক প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে কলকাতা হাইকোর্ট॥

আন্তর্জাতিক ডেস্কঃ মহামারি করোনা ভাইরাসের আবহে কলকাতায় সর্বজনীন দুর্গোৎসব বন্ধ রাখার দাবি জানিয়ে দায়ের হওয়া জনস্বার্থ মামলার শুনানিতে ঐতিহাসিক রায় দিয়েছেন কলকাতা হাইকোর্ট। সোমবার (১৯ অক্টোবর) শুনানি চলাকালীন হাইকোর্টের বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায় দুর্গাপুজো মণ্ডপকে কন্টেইনমেন্ট জোন হিসেবে বিবেচনা করার নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে সব মণ্ডপে দর্শকদের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। প্রতিটি মণ্ডপে বাফার জোন রাখতে হবে। বড় মণ্ডপের থেকে ১০ মিটার পর্যন্ত ব্যারিকেড করে বাফার জোন রাখতে হবে। আর ছোট মণ্ডপগুলো ক্ষেত্রে ৫ মিটার পর্যন্ত ব্যারিকেড করে বাফার জোন ঘোষণা করতে হবে। কড়া নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্ট। রায়ে পুজোয় ভিড়ের আশঙ্কা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে কলকাতা হাইকোর্ট। সোমবার শুনানি চলাকালীন হাইকোর্টের বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায় প্রশ্ন তোলেন, ২–৩ লক্ষ মানুষের ভিড় ২০ হাজার পুলিশের দ্বারা কীভাবে সামলানো সম্ভব?‌ যদিও রাজ্য সরকরারে তরফে বলা হয়েছে যে আরও পুলিশ বাড়ানো হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন