News71.com
 International
 01 Oct 20, 10:25 AM
 310           
 0
 01 Oct 20, 10:25 AM

করোনা মহামারীতে চাকরি হারানোর ঝুঁকিতে ২ কোটি ৬০ লাখ মানুষ ।।

করোনা মহামারীতে চাকরি হারানোর ঝুঁকিতে ২ কোটি ৬০ লাখ মানুষ ।।

 

আন্তর্জাতিক ডেস্কঃ করোনা মহামারীতে সারা বিশ্বে বিমান পরিবহন খাতে যে ধ্বস নেমেছে, তাতে সাড়ে ৪ কোটি মানুষের কর্মসংস্থান হুমকিতে রয়েছে। জেনেভাভিত্তিক প্রতিষ্ঠান এয়ার ট্রান্সপোর্ট অ্যাকশন গ্রুপের প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য। বিশ্বের এভিয়েশন ইন্ডাস্ট্রির লোকসান হতে পারে প্রায় ২ ট্রিলিয়ন ডলার। বছরের শুরু থেকেই করোনার গ্রাসে ভেঙ্গে পড়ে পুরো বিশ্বের যোগাযোগ ব্যবস্থা। জানুয়ারি থেকে বন্ধ হয়ে যায় আন্তর্জাতিক যাত্রীবাহী বিমান চলাচল। ভয়াবহ ক্ষতির মুখে পড়ে এভিয়েশন ইন্ডাস্ট্রি। এয়ার ট্রান্সপোর্ট অ্যাকশন গ্রুপের গবেষণা প্রতিবেদন বলছে, আগামী বছর শুধু এয়ারলাইন্স, বিমানবন্দর আর সিভিল এরোস্পেস কোম্পানিগুলোতে চাকরি হারাতে পারে ৪৮ লাখ মানুষ। আরো ২ কোটি ৬০ লাখ মানুষ চাকরি হারাতে পারে, যারা বিমান ভ্রমণ পর্যটনের সাথে সংশ্লিষ্ট। আবার এভিয়েশন খাতের কর্মী বা বিমানে পণ্য পরিবহনের সাথে সংশ্লিষ্ট দেড় কোটি মানুষের চাকরি যেতে পারে। 

গবেষণা বলছে, এভিয়েশন খাতে ধ্বস নামায় এ খাতের সাথে সংশ্লিষ্ট মানুষের এক তৃতীয়াংশই চাকরি হারাবে। আর্থিক ক্ষতি হবে প্রায় ২ ট্রিলিয়ন ডলার। বিমান খাতের সাথে সংশ্লিষ্ট অর্থনীতির ৫২ শতাংশ সংকুচিত হবে। এ খাত সংশ্লিষ্টরা বলছেন, বিমান খাতের এতো ভয়াবহ পরিস্থিতি এর আগে কখনোই হয় নি।  ক্ষতি বিবেচনায় নিয়ে বিভিন্ন দেশের সরকার ভ্রমণে নিষেধাজ্ঞা শিথিল করেছে। কিন্তু বড় বড় সব এয়ারলাইন্সের কর্মী ছাঁটাই কার্যক্রম শুরু হয়েছে। দৃশ্যত এখনো অনেকটা স্থবির বিমান খাত।  নেই নতুন বিমানের অর্ডার। এখন কম খরচে কর্মী নিয়োগের কথা ভাবছে এয়ারলাইন্সগুলো।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন