News71.com
 International
 27 Sep 20, 07:24 PM
 304           
 0
 27 Sep 20, 07:24 PM

চীনে কার্বন মনোক্সাইড গ্যাসে ১৬ শ্রমিকের মৃত্যু ॥

চীনে কার্বন মনোক্সাইড গ্যাসে ১৬ শ্রমিকের মৃত্যু ॥

নিউজ ডেস্কঃ রবিবার (২৭ সেপ্টেম্বর) চঙকিং পৌরসভা কর্তৃপক্ষ সামাজিক মাধ্যমে এক বার্তায় জানিয়েছে, খনিতে ১৭ জন শ্রমিক আটকে পড়ে। তাদের মধ্যে একজনকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়েছে। বাকিরা মারা গেছেন। চঙকিং শহরের পাশেই খনিটি অবস্থিত বলেও জানানো হয়। রাষ্ট্রীয় গণমাধ্যম সিসিটিভি জানিয়েছে, বেঁচে থাকা একজনকে সুস্থ করতে চিকিৎসকরা আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। রাষ্ট্রীয় বার্তা সংস্থা জিনহুয়া জানিয়েছে, একটি কনভেয়ার বেল্টে অগ্নিকাণ্ড থেকে ভয়াবহ পর্যায়ে কার্বন মনোক্সাইড ছড়িয়ে পড়ে। পুরো ঘটনা অনুসন্ধানে তদন্ত চলছে বলেও জানানো হয়।


ফরাসি বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, সোংজাও কয়লা খনি রাষ্ট্রীয় মালিকানাধীন চাঙকিং এনার্জির অধীনে পরিচালিত হয়ে আসছিল। খনি বিস্ফোরণে চীনে হতাহতের ঘটনা খুবই স্বাভাবিক একটি বিষয়। দুর্বল নিরাপত্তা এবং ব্যবস্থাপনার কারণে এমন নির্মম ঘটনা ঘটছে দেশটিতে। গেল ডিসেম্বরে দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় গুইঝু প্রদেশের একটি কয়লা খনিতে বিস্ফোরণে ১৪ শ্রমিক নিহত হয়। ২০১৮ সালের ডিসেম্বরে চাঙকিংয়ে ৭ খনি শ্রমিকের মৃত্যু হয়। খনির উপরের অংশ ভেঙে যাওয়ায় চাপা পড়ে তারা মারা যান। ওই বছরের অক্টোবরে পূর্বাঞ্চলীয় শানডং প্রদেশের খনিতে আটকে পড়ে ২১ জন নিহত হয়। শিলা ভেঙে বের হওয়ার পথ বন্ধ হয়ে যাওয়ায় তারা মারা যান। সে সময় সৌভাগ্যক্রমে একজন শুধু জীবিত ফিরতে পেরেছিলেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন