News71.com
 International
 20 Sep 20, 07:35 PM
 294           
 0
 20 Sep 20, 07:35 PM

ইরানের বিরুদ্ধে পারস্য উপসাগরে যুক্তরাষ্ট্রের বিমানবাহী যুদ্ধজাহাজ মোতায়েন॥

ইরানের বিরুদ্ধে পারস্য উপসাগরে যুক্তরাষ্ট্রের বিমানবাহী যুদ্ধজাহাজ মোতায়েন॥

আন্তর্জাতিক ডেস্কঃ ইরানের বিরুদ্ধে অস্ত্র নিষেধাজ্ঞা বহাল রাখার হুমকি দেয়ার পর পারস্য উপসাগরে একটি বিমানবাহী যুদ্ধজাহাজ পাঠিয়েছে যুক্তরাষ্ট্র সরকার। ইরানের গণমাধ্যম পার্সটুডে জানায়, ইউএসএস নিমিৎজ নামের বিমানবাহী যুদ্ধজাহাজটি হরমুজ প্রণালী পেরিয়ে এরই মধ্যে পারস্য উপসাগরের জলসীমায় প্রবেশ করেছে। গত ১০ মাসের মধ্যে এই প্রথম কোনো মার্কিন বিমানবাহী যুদ্ধজাহাজ পারস্য উপসাগরে মোতায়েন করা হলো। শুক্রবার মার্কিন পঞ্চম নৌবহর এক বিবৃতিতে বলেছে, পারস্য উপসাগরে আমেরিকা একটি স্ট্রাইক গ্রুপ পাঠিয়েছে যার নেতৃত্বে রয়েছে ইউএসএস নিমিৎজ। এ গ্রুপে রয়েছে দুটি গাইডেড মিসাইল ক্রুজার এবং একটি গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার। পারস্য উপসাগরীয় অঞ্চলের মিত্রদেরকে প্রশিক্ষণ দেয়ার কাজ করবে এই স্ট্রাইক গ্রুপ। বিবৃতিতে বলা হয়, গত জুলাই মাস থেকে পঞ্চম নৌবহর এলাকার মধ্যে কাজ করছে এবং বর্তমানে তারা প্রস্তুতির শীর্ষ পর্যায়ে রয়েছে। ২০১৯ সালের নভেম্বর মাসে ইউএসএস আব্রাহাম লিংকন বিমানবাহী যুদ্ধজাহাজ পারস্য উপসাগরে থেকে চলে যায়। এরপর ইউএসএস নিমিৎজ স্ট্রাইক গ্রুপ পারস্য উপসাগরে এল।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন