News71.com
 International
 11 Aug 20, 10:57 AM
 272           
 0
 11 Aug 20, 10:57 AM

লেবাননে রাজনৈতিক সঙ্কট॥তিন মন্ত্রীসহ ৯ আইনপ্রণেতার পদত্যাগ

লেবাননে রাজনৈতিক সঙ্কট॥তিন মন্ত্রীসহ ৯ আইনপ্রণেতার পদত্যাগ

আন্তর্জাতিক ডেস্কঃ লেবাননের তুমুল বিক্ষোভের মধ্যেই দেশটির তিনমন্ত্রীসহ পার্লামেন্টের ৯ সদস্য পদত্যাগ করেছেন। আইনমন্ত্রী মেরি ক্লড নাজম, তথ্যমন্ত্রী মানাল আবদেল সামাদ এবং পরিবেশ মন্ত্রী দামিয়ানোজ কাত্তার-এর পদত্যাগের বিষয়টি জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।তবে পদত্যাগের বিষয়টি লেবানন সরকার স্পষ্ট না করলেও, মূলত বৈরুতে বিস্ফোরণের কারণেই তারা পদত্যাগ করেছেন বলে ধারণা করা হচ্ছে।এদিকে, রোববারও (০৯ আগস্ট) সরকারের পদত্যাগের দাবি রাজধানীতে ব্যাপক তাণ্ডব চালিয়েছে দেশটির কয়েক হাজার বিক্ষোভকারী। পার্লামেন্টের সামনে অবস্থান নিয়ে তারা সরকারবিরোধী স্লোগান দেন। একপর্যায়ে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষ বেধে রণক্ষেত্রে পরিণত হয় রাজধানী বৈরুত। তাদের দমাতে জলকামান, টিয়ারশেলসহ রাবার বুলেট নিক্ষেপ করে পুলিশ।বৈরুতে বিস্ফোরণে লেবানন এখন অনেকটাই নড়েবড়ে। একদিকে সরকারবিরোধী বিক্ষোভ অন্যদিকে, আইনপ্রণেতাদের পদত্যাগে দিশেহারা দেশটির সরকার। পরিস্থিতি মোকাবিলায় শনিবার (৮ আগস্ট) আগাম নির্বাচনের প্রস্তুতির ঘোষণা দেন দেশটির প্রধানমন্ত্রী হাসান দিয়াব। সোমবার (১০ আগস্ট) পার্লামেন্টে আগাম নির্বাচনের বিষয়টি তিনি উত্থাপনের কথা রয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন