News71.com
 International
 10 Aug 20, 08:10 PM
 301           
 0
 10 Aug 20, 08:10 PM

বিশ্ব থেকে তাড়াতাড়ি শেষ হচ্ছে করোনার প্রকোপ॥সুখবর দিলেন বিজ্ঞানীরা

বিশ্ব থেকে তাড়াতাড়ি শেষ হচ্ছে করোনার প্রকোপ॥সুখবর দিলেন বিজ্ঞানীরা

আন্তর্জাতিক ডেস্কঃ একেবারেই ক্ষুদ্র আরএনএবাহী ভাইরাস করোনা ভাইরাস। গোটা বিশ্ব করোনার করাল থাবার ভয়াবহ শিকার। গোটা বিশ্বকে ভালোই ভুগিয়েছে ছোট্ট একটি জীবাণু। এদিকে বিশেষজ্ঞরা জানিয়েছেন বিশ্বের নানা দেশ ও অঞ্চলে আধিপত্য বিস্তার করে এই ভাইরাস এখন অনেকটা সহনীয় হয়ে এসেছে।তাদের দাবি, এখন ৪০ শতাংশ মানুষ করোনা আক্রান্ত হলেও তাদের কোনো উপসর্গ প্রকাশ পাচ্ছে না। আর এতেই আশার কথা শোনাচ্ছেন বিশেষজ্ঞরা। এদিকে, করোনার ভ্যাকসিন বাজারে আসা সময়ের ব্যাপার হলেও তা প্রথমধাপে কতটা কার্যকরী হবে তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। এর মাঝে বিশেষজ্ঞদের এই তথ্য আলোর সঞ্চার করছে।  বিজ্ঞানীরা গবেষণায় দেখেছেন বোস্টন আশ্রয়শিবিরে ১৪৭ জন করোনা আক্রান্তের মধ্যে ৮৮ শতাংশের শরীরে কোনো উপসর্গ পাওয়া যায়নি। অথচ তারা করোনা আক্রান্ত ছিলেন। নর্থ ক্যারোলিনা, আরকানসাস, ওহিও এবং ভার্জিনিয়ায় ৩ হাজার ২৭৭ জন আক্রান্ত হলেও ৯৬ শতাংশ উপসর্গহীন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন