News71.com
 International
 09 Aug 20, 08:16 PM
 243           
 0
 09 Aug 20, 08:16 PM

করোনায় গ্রাহক ধরতে ইস্তাম্বুলে প্লাস্টিকের রেস্টুরেন্ট॥

করোনায় গ্রাহক ধরতে ইস্তাম্বুলে প্লাস্টিকের রেস্টুরেন্ট॥

আন্তর্জাতিক ডেস্কঃ করোনা মহামারীর মধ্যে সামাজিক দূরত্ব নিশ্চিত করতে অভিনব উপায়ে একটি রেস্টুরেন্ট সাজানো হয়েছে তুরস্কের ইস্তাম্বুলে। আলাদা টেবিল, চেয়ার স্বচ্ছ প্লাস্টিক দিয়ে ঢেকে সেখানে খাবারের ব্যবস্থা করা হয়েছে। স্বাস্থ্যসম্মত এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন ওই রেস্টুরেন্টে আসা গ্রাহকরা। ইস্তাম্বুলের গোল্ডেন হর্ন রেস্টুরেন্টে সামাজিক দূরত্ব নিশ্চিতে একেকটা ডিনারের টেবিল চেয়ার আলাদা করে স্বচ্ছ প্লাস্টিকে মুড়িয়ে তাবুর মতো তৈরি করে দেয়া হচ্ছে। পলিকার্বনেট প্লাস্টিক স্বচ্ছ হওয়ায় বাইরে থেকে সবই দেখা যাচ্ছে। আলোকসজ্জায় তৈরি করা হয়েছে রোমান্টিক পরিবেশ। প্রতিটা ডোমের মধ্যেই রয়েছে বাতাস আসা যাওয়ার জন্য বিশেষ জানালা। ডাইনিং টেবিলের মধ্যে দেয়া আছে বিশেষ বাটন, যেটিতে চাপ দিলেই শুধুমাত্র ওয়েটাররা আসবেন, এর আগে না। রেস্টুরেন্টের মালিক জানান, যারা করোনা নিয়ে অনেক সতর্ক, আর আইসোলেশনে থাকতে চান, তারা এই ব্যবস্থাকে অনেক পছন্দ করছেন। অনেকদিন ধরেই বুকড হয়ে আছে রেস্টুরেন্টটি।তিনি আরো জানান, করোনা মহামারী শুরুর পর ৩ মাস বন্ধ ছিলো রেস্টুরেন্টটি। সামাজিক দূরত্ব নিশ্চিত করে রেস্টুরেন্টটি এভাবে সাজানোর পরিকল্পনা সে সময়ই মাথায় আসে। অল্প দিনেই বেশ জনপ্রিয়তা পেয়েছে এ উদ্যোগ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন