News71.com
 International
 07 Aug 20, 08:16 PM
 274           
 0
 07 Aug 20, 08:16 PM

অবশেষে মুক্তি পাচ্ছেন ৪শ’ তালেবান সদস্য॥

অবশেষে মুক্তি পাচ্ছেন ৪শ’ তালেবান সদস্য॥

আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্র ও তালেবানের মধ্যকার শান্তিচুক্তি অনুযায়ী ৪শ’ তালেবান বন্দিকে মুক্তি দেয়ার সিদ্ধান্ত নিয়েছে আফগান পরিষদ। তাদেরকে মুক্তি দেয়া হবে কিনা এ বিষয়ে শুক্রবার দেশটির প্রবীণ নেতা, রাজনীতিবিদসহ অনেকে রাজধানী কাবুলে আলোচনায় বসেন। গেল ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র এবং সশস্ত্র তালেবান প্রতিনিধিদের মধ্যে শান্তি চুক্তি হয়। চুক্তিমতে পর্যাক্রমে ৫ হাজার তালেবান সদস্যকে মুক্তি দেয়ার কথা রয়েছে। আফগান প্রেসিডেন্ট আশরাফ ঘানি জানিয়েছেন, শান্তিচুক্তি অনুযায়ী এই ৪’শ বন্দী ছাড়া সবাইকেই মুক্তি দেয়া হয়েছে। তাদের অপরাধ গুরুতর হওয়ায় এখন ছাড়া হয়নি বলে জানান ঘানি। বন্দীরা হত্যা, অপহরণসহ নানা অপরাধে সাজা প্রাপ্ত। কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার খবরে বলা হয়েছে, স্থানীয় সময় শুক্রবার কড়া নিরাপত্তা তিন হাজারের বেশি নানা পেশা-শ্রেণীর মানুষ রাজধানী কাবুলের লোয়ায় আলোচনায় বসেন। সেখান থেকেই এ বিষয়ে সিদ্ধান্তে আসে। আফগানিস্তানে দীর্ঘ ১৯ বছর ধরে চলা যুদ্ধ বন্ধে এই শান্তি চুক্তিকে স্বাগত জানিয়ে আসছে আফগানবাসী। একই সঙ্গে দেশটি থেকে মার্কিন সেনা প্রত্যাহার করে নেবে ওয়াশিংটন, যা চুক্তিতে উল্লেখ ছিল।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন