News71.com
 International
 06 Aug 20, 11:09 PM
 271           
 0
 06 Aug 20, 11:09 PM

৭০ দিনে পড়ল মার্কিন যুক্তরাষ্ট্রে বর্ণবাদ বিরোধী বিক্ষোভ॥

৭০ দিনে পড়ল মার্কিন যুক্তরাষ্ট্রে বর্ণবাদ বিরোধী বিক্ষোভ॥

আন্তর্জাতিক ডেস্কঃ টানা ৭০ দিনের মতো অব্যাহত রয়েছে যুক্তরাষ্ট্রের পোর্টল্যান্ডে চলমান বর্ণবাদ বিরোধী বিক্ষোভ। বুধবারও (৫ আগস্ট) বিক্ষোভকারীদের সাথে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়। পরে এটিকে দাঙ্গা হিসেবে অভিহিত করে পুলিশ। এরইমধ্যে, আন্দোলনকারীদের দমনে নিরাপত্তা বাহিনীর সদস্যদের প্রশংসা করেন পোর্টল্যান্ডের পুলিশ প্রধান।প্রতিদিনই রণক্ষেত্রে পরিণত হচ্ছে পোর্টল্যান্ড শহর। যুক্তরাষ্ট্রের ওরেগন অঙ্গরাজ্যের এ শহরে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা বাড়ছে প্রতিদিনই। বুধবারও মার্কিন পুলিশ বাহিনী পূর্ণসংস্কারের দাবিতে ব্ল্যাক লাইভস ম্যাটার মুভমেন্টের কয়েক হাজার সমর্থনকারী আন্দোলন অব্যাহত রাখেন।

 

ব্যানার প্ল্যাকার্ড হাতে বর্ণবাদ বিরোধী বিভিন্ন শ্লোগানে ছিল সরব রাজপথ। আন্দোলন দমন করতে টিয়ারগ্যাস আর রাবার বুলেট ছোঁড়েন বিক্ষোভকারীরা। এ সময় আন্দোলনকারীরাও পাল্টা আক্রমণ চালায়। দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়। বিক্ষোভকারীদের কয়েকজনকে আটক করে পুলিশ। এ সময় ধরপাকড় চললেও বিক্ষোভ অব্যাহত রাখার ঘোষণা দেন আন্দোলনরতরা।বিক্ষোভকারীরা জানান, বর্ণবাদ আমার কাছে পৃথিবী নিকৃষ্টতম মানসিকতা। আমরা পুলিশের সহিংসতার বিরোধিতা করছি। অথচ পুলিশ বিক্ষোভকেই সহিংস করে তুলছে। এর বিচার চাইবো কার কাছে? গায়ের রং সাদা নাকি কালো তা দিয়ে ব্যক্তি নির্ধারণ কেউ কিভাবে করতে পারে, আমরা বুঝি না। কৃষ্ণাঙ্গ মানুষকে অনেকে মানুষই মনে করে না। এটা খুবই দুঃখজনক

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন