News71.com
 International
 27 Jul 20, 09:52 PM
 327           
 0
 27 Jul 20, 09:52 PM

৪৮ ঘণ্টায় ২৯ বার লেবাননের আকাশসীমা লঙ্ঘন করলো ইসরায়েল॥

৪৮ ঘণ্টায় ২৯ বার লেবাননের আকাশসীমা লঙ্ঘন করলো ইসরায়েল॥

আন্তর্জাতিক ডেস্কঃ ইসরায়েলের কয়েকটি ড্রোন গত দুইদিনে অন্তত ২৯ বার লেবাননের আকাশসীমা লঙ্ঘন করেছে। লেবানন বলছে, ইসরায়েলের তৎপরতা জাতিসংঘ নিরাপত্তা পরিষদে পাস হওয়া ১৭০১ নং প্রস্তাবের চরম লঙ্ঘন। লেবাননের সামরিক বাহিনী এক বিবৃতিতে বলেছে, গত শুক্রবার ভোর ৫টা ৫৫ মিনিটের দিকে কয়েকটি ড্রোন দক্ষিণ লেবাননের আকাশসীমায় প্রবেশ করে এবং রাত ১২টার দিকে তারা চলে যায়। এসব ড্রোন দক্ষিণ লেবাননের আকাশে চক্কর দেয় এবং অন্তত ২০টি অভিযান পরিচালনা করে ।

 

একইভাবে গত শনিবার  ইসরায়েলের ড্রোন নয়বার লেবাননের আকাশসীমা লঙ্ঘন করে। তবে এসব তৎপরতা লেবাননে মোতায়েন জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর সঙ্গে সমন্বয় করে পর্যবেক্ষণ করা হয়েছে। লেবাননের রাষ্ট্রীয় বার্তা সংস্থা বলেছে, পর্যবেক্ষণের উদ্দেশ্য নিয়ে শত্রু ড্রোন লেবাননের আকাশে ওড়ে এবং দক্ষিণাঞ্চলীয় হুলা প্রদেশে চক্কর দেয়। ২০০৬ সালে লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ ও ইহুদিবাদী  ইসরায়েলের মধ্যকার ৩৩ দিনের যুদ্ধ বন্ধ হয়েছিল ১৭০১ নং প্রস্তাব পাসের মাধ্যমে। এ প্রস্তাবে লেবাননের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষার জন্য ইসরায়েলের প্রতি আহ্বান জানানো হয়েছে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন