News71.com
 International
 26 Jul 20, 08:26 PM
 331           
 0
 26 Jul 20, 08:26 PM

করোনামুক্ত হয়েই মোটর শোভাযাত্রায় ব্রাজিল প্রেসিডেন্ট॥

করোনামুক্ত হয়েই মোটর শোভাযাত্রায় ব্রাজিল প্রেসিডেন্ট॥

আন্তর্জাতিক ডেস্কঃ করোনায় ১৪ দিনেরও বেশি সময় ভুগে সুস্থ হয়ে উঠেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট জইর বোলসোনারো। দেশটির ৬৫ বছর বয়সী এ রাষ্ট্রপ্রধান জানিয়েছেন, তার সর্বশেষ নমুনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ আসে। তারপর তিনি একটি মোটর শোভাযাত্রায় অংশ নেন।শনিবার (২৫ জুলাই) বোলসোনারো নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্টের মাধ্যমে এ কথা নিশ্চিত করেন। তিনি ওই পোস্টের ম্যালেরিয়া প্রতিরোধে ব্যবহৃত ওষুধ হাইড্রোক্সিক্লোরোকুইনের একটি বক্সের ছবি দেন এবং করোনামুক্তির জন্য হাইড্রোক্সিক্লোরোকুইনকে ধন্যবাদ জানান।৭ জুলাই থেকে ২২ জুলাই পর্যন্ত তিন দফায় তার নমুনা পরীক্ষা করা হয় যেখানে সবগুলো রিপোর্টের ফলাফল পজিটিভ আসে। কিন্তু সর্বশেষ করোনা পরীক্ষার রিপোর্টটি নেগেটিভ আসে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, নিজের করোনামুক্তির কথা সামাজিক যোগাযোগ মাধ্যমে জানালেও সর্বশেষ যে পরীক্ষা করেছিল সে ব্যাপারে কিছু জানাননি তিনি।৭ জুলাই করোনা শনাক্ত হওয়ার পর প্রেসিডেন্ট ভবনে ‘আংশিক’ আইসোলেশনে গেলেও ভিডিও কনফারেন্সের মাধ্যমে দাফতরিক কার্যক্রমে অংশ নেন বোলসোনারো। কিন্তু মাঝে মাঝে দেখা গেছে বাসভবনের বাইরেও এসেছেন তিনি। কয়েকদিন আগে এক সমাবেশে অংশ নিয়ে বেশ কিছুটা দূরে অবস্থান করে তার সমর্থকদের তিনি শুভকামনা জানান এবং কিছু সময়ের জন্য তিনি মাস্কও খোলেন। আর এ জন্য তাকে তীব্র সমলোচনায় পড়তে হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন