News71.com
 International
 14 Jul 20, 11:19 AM
 320           
 0
 14 Jul 20, 11:19 AM

করোনাভাইরাস ॥ জাপানে মার্কিন নৌঘাঁটি লকডাউন  

করোনাভাইরাস ॥ জাপানে মার্কিন নৌঘাঁটি লকডাউন   

আন্তর্জাতিক ডেস্কঃ বিশ্বজুড়ে তাণ্ডব চালাচ্ছে করোনাভাইরাস। আক্রান্ত ও মৃতের সংখ্যা প্রতিদিনই বাড়ছে। এবার করোনার হানায় জাপানের ওকিনাওয়া দ্বীপে অবস্থিত দুটি মার্কিন নৌঘাঁটি লকডাউন করা হয়েছে। আক্রান্ত সব সদস্যকে আইসোলেশনে পাঠানো হয়েছে। অন্য সেনাদের মাঝে কোভিড-১৯ ছড়িয়ে পড়া রোধে দ্বীপ এলাকায় নেয়া হয়েছে বাড়তি সতর্কতা। গতকাল সোমবার ওকিনাওয়া ঘাঁটির মার্কিন মেরিন কোরের পক্ষ থেকে ফেসবুক পেইজে এই তথ্য জানানো হয় বলে উল্লেখ করেছে বার্তা সংস্থা এসোসিয়েট ফ্রান্স প্রেস ।

জাপান সরকারের মুখপাত্র ইয়োশিহিদে সুগা বলেন, ‘ওকিনাওয়া দ্বীপে ঘাঁটি দুটিতে অন্তত ৬২ জনের করোনা পজেটিভ পাওয়া গেছে। তাদের মধ্যে ৩৯ জন নৌ-সৈনিক এবং অন্যরা ক্যাম্পে বিভিন্ন দায়িত্ব পালন করছিলেন।’ ঘাঁটিতে খুব গুরুত্বপূর্ণ নয় এমন কার্যক্রম বন্ধ করা হয়েছে। ঘাঁটিতে যাতায়াত বা সেখান থেকে কারো বের হওয়া বন্ধ করা হয়েছে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন