News71.com
 International
 01 Jul 20, 09:39 PM
 359           
 0
 01 Jul 20, 09:39 PM

উত্তেজনার মাঝেই ইসরায়েলের Spice-2000 বোমা কিনছে ভারত॥    

উত্তেজনার মাঝেই ইসরায়েলের Spice-2000 বোমা কিনছে ভারত॥      

আন্তর্জাতিক ডেস্কঃ লাদাখে ভারত-চীন উভয়পক্ষই যুদ্ধের প্রস্তুতির শুরু হিসেবে ভারী অস্ত্রসস্ত্র জমানোর কাজ শুরু করেছে। ইতোমধ্যেই চরম উত্তেজনাকর পরিস্থিতিতে ভারত ফ্রান্স থেকে আনছে ৬টি রাফায়েল জেট, মোতায়েন করেছে- টি-৯০ ট্যাঙ্ক। তবে নতুন খবর হলো, ইসরায়েলের তৈরি আরো Spice-2000 বোমা কেনার পরিকল্পনা করেছে ভারত।ভারতের হাতে আগে থেকেই Spice-2000 বোমা রয়েছে। সেই সংখ্যা আরও বাড়াতে চাইছে কেন্দ্র।সেনা সূত্রের খবর, ৭০ কিলোমিটার দূরের কোনো লক্ষ্যবস্তুকে নিখুঁত নিশানায় আঘাত হানতে পারে Spice-2000। এর যে উন্নত সংস্করণ তৈরি হয়েছে তা বাঙ্কার ও শক্তিশালী কোনো আস্তানাও গুঁড়িয়ে দিতে পারে।উল্লেখ্য, বালাকোট বিমান হানায় যে Spice-2000 বোমা ব্যবহার করা হয়েছিল তা বিল্ডিং ভেদ করে ভেতরে বিস্ফোরণ ঘটাতে পারে। সম্প্রতি জরুরিকালীন অবস্থায় জন্য সেনাকে কিছু ক্ষমতা দিয়েছে মোদী সরকার। ওই ক্ষমতাবলে ৫০০ কোটি টাকার মধ্যে যে কোনও অস্ত্র কিনতে পারে প্রতিরক্ষা বাহিনী।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন