News71.com
 International
 01 Jul 20, 09:39 PM
 376           
 0
 01 Jul 20, 09:39 PM

বেসরকারি বাস তুলে নেয়ার কঠোর হুঁশিয়ারি দিলেন মমতা॥

বেসরকারি বাস তুলে নেয়ার কঠোর হুঁশিয়ারি দিলেন মমতা॥

আন্তর্জাতিক ডেস্কঃ বারবার বলার পরেও বাস সেবা চালু না করায় এবার কঠোর হুঁশিয়ারি দিলেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার (৩০ জুন) তিনি জানান, ২৬ জুন বৈঠকের সিদ্ধান্ত মোতাবেক বুধবার থেকে পর্যাপ্ত বেসরকারি বাস ও মিনিবাস যদি রাস্তায় না নামে তা হলে আইনানুযায়ী ব্যবস্থা নেবে সরকার। এমনটাই জানিয়েছে আনন্দবাজার পত্রিকা। এর আগে গত ২৬ জুন অল বেঙ্গল বাস ও মিনিবাস সমন্বয় সমিতি, বেঙ্গল বাস সিন্ডিকেট ও মিনিবাস অপারেটরস কো-অর্ডিনেশন কমিটির সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী। ৬ হাজার বেসরকারি বাসকে টানা তিন মাস ১৫ হাজার টাকা করে দেয়ার ঘোষণা হয়। কিন্তু কোনো বাসমালিক সংগঠনই তাতে সায় দেয়নি। মুখ্যমন্ত্রী বলেন, বারবার আলোচনা করেছি। নরম মনোভাব নিয়ে ডেকে কথা বলেছি, অনুরোধও করেছি। কঠোর সিদ্ধান্ত নিতে চাই না। কিন্তু মানুষের স্বার্থে কখনও কঠোর হতেই হয়। ১ জুলাই দেখব, তার পর ৩ জুলাই থেকে বেসরকারি বাস তুলে নেবে সরকার।মুখ্যমন্ত্রীর অভিযোগ, বৈঠকে বাসমালিক সংগঠনগুলো সরকারের প্রস্তাব মেনে নিলেও এখন অন্য বিবৃতি দিচ্ছে। মমতা বলেন, আশা করব, তারা কথা রাখবেন। তা না হলে কঠোর সিদ্ধান্ত নেয়ার জন্য সরকার দায়ী থাকবে না। দায় বর্তাবে যারা এসে বৈঠক করে গেছেন, তাদের ওপর।বাস ও মিনিবাস সমন্বয় সমিতির সাধারণ সম্পাদক রাহুল চট্টোপাধ্যায় বলেন, ২৭ মে থেকে আমাদের বাস রাস্তায় চলছে। যে যেমন পারছেন চালাচ্ছেন। মুখ্যমন্ত্রী জানান, সরকারই চালক দিয়ে বেসরকারি বাস চালাবে। পুরো খরচ সরকারই বহন করবে। তবে কোনো বেসরকারি বাসের চালক বা কর্মী কাজ করতে চাইলে সরকার তাদের বেতনও দেবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন