News71.com
 International
 05 Jun 20, 10:00 PM
 319           
 0
 05 Jun 20, 10:00 PM

ফ্রান্সের করোনা ভাইরাস পরিস্থিতি সম্পূর্ন নিয়ন্ত্রণে॥  

ফ্রান্সের করোনা ভাইরাস পরিস্থিতি সম্পূর্ন নিয়ন্ত্রণে॥   

আন্তর্জাতিক ডেস্কঃ বিশ্বজুড়ে করোনা ভাইরাসের আক্রান্তের সংখ্যা বেড়েই চলছে। প্রতিদিনই যোগ হচ্ছে নতুন নতুন মৃতের সংখ্যা। এর মধ্যে ফ্রান্সের করোনা ভাইরাস পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে ঘোষণা দিয়েছে দেশটি। এক প্রতিবেদনে বলা হয়, ফ্রান্সে কোভিড-১৯ কারণে সৃষ্ট মহামারি পরিস্থিতি এখন "নিয়ন্ত্রণে" রয়েছে বলে জানিয়েছে দেশটির সরকারের বৈজ্ঞানিক পরামর্শদাতা পরিষদের প্রধান ।

জানা গেছে, ফ্রান্সের করোনার সতর্কতার জন্য মার্চ মাসে আরোপ করা লকডাউন তুলে নেওয়া হয়েছে। এখন আমরা যুক্তিযুক্তভাবে বলতে পারি ভাইরাসটি বর্তমানে ‘নিয়ন্ত্রণে’ রয়েছে। তিনি আরও বলেন, বিশেষত কিছু অঞ্চলে ভাইরাস এখনও সংক্রামিত হচ্ছে ... তবে এটি ধীরে ধীরে বেরিয়ে আসছে। গতকাল বৃহস্পতিবার ফ্রান্সের স্বাস্থ্য মন্ত্রণালয়ের খবরে বলা হয়েছে, প্রতিদিনেই মৃত্যুর সংখ্যা হ্রাস পাচ্ছে। নতুন করে দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে ৪৪ জনের মৃত্যু হয়েছে। তবে দেশটিতে সব মিলিয়ে ২৯ হাজারের বেশি মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেছে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন