News71.com
 International
 05 Jun 20, 06:13 PM
 348           
 0
 05 Jun 20, 06:13 PM

করোনায়ও বন্ড বিক্রি বাড়িয়েছে ইউরোপের কেন্দ্রীয় ব্যাংক॥

করোনায়ও বন্ড বিক্রি বাড়িয়েছে ইউরোপের কেন্দ্রীয় ব্যাংক॥

আন্তর্জাতিক ডেস্কঃ অর্থনীতির বিপর্যয় ঠেকাতে কোভিড মহামারিতেও বন্ড বিক্রি কার্যক্রম বাড়িয়েছে ইউরোপের কেন্দ্রীয় ব্যাংক।অর্থনীতিতে বন্ড বিক্রির পরিমাণ এখন ৬০ হাজার কোটি ইউরোর পরিবর্তে ১ দশমিক তিন পাঁচ ট্রিলিয়ন ডলারে উন্নীত করবে ইসিবি। বন্ড বিক্রি কার্যক্রম চলবে ২০২১ সালের জুন মাস পর্যন্ত। দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী ভয়াবহ মন্দার মুখে পড়তে যাচ্ছে পুরো ইউরোজোন। নিম্ন আয়ের দেশ আর প্রতিষ্ঠানকে সহায়তা করতেই বন্ড বিক্রির উদ্যোগ নিয়েছে ইসিবি।বাজেট ঘাটতি আর মন্দা ঠেকাতে এ উদ্যোগ সহায়তা করবে বলে মনে করেন অর্থনীতিবিদরা।এদিকে করোনা মহামারির ক্ষতি কাটিয়ে উঠতে ২০২২ সাল পর্যন্ত জার্মানির সময় লাগবে বলে মনে করে দেশটির সরকার।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন