News71.com
 International
 04 Jun 20, 06:31 PM
 324           
 0
 04 Jun 20, 06:31 PM

লিবিয়া ট্রাজেডি॥আরো ৯ জন আটক, প্রয়োজনে ইন্টারপোলের সাহায্য নেয়া হবে

লিবিয়া ট্রাজেডি॥আরো ৯ জন আটক, প্রয়োজনে ইন্টারপোলের সাহায্য নেয়া হবে

নিউজ ডেস্কঃ লিবিয়ার ২৬ বাংলাদেশি হত্যার ঘটনায় আরো সাতজনকে গ্রেফতার করেছে সিআইডি। সংস্থাটির ডিআইজি ইমতিয়াজ আমহেদ জানান, দ্রুত তাদের বিরুদ্ধে চার্জশিট দেয়া হবে। পলাতকদের ধরতে প্রয়োজনে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারি করা হবে। এদিকে একই ঘটনায় গোপালগঞ্জের মকসুদপুর থেকে দুজনকে আটক করেছে র‌্যাব।গেলো ২৮ মে অবৈধপথে ইতালি যাওয়ার সময় লিবিয়ার মিজদাহ শহরে দালালচক্রের সঙ্গে দ্বন্দ্বের জেরে গুলি করে হত্যা করা হয় ত্রিশ জনকে। যেখানে ছিলেন ২৬ বাংলাদেশি। এই ঘটনায় স্থানীয় দালালদের ধরতে তৎপর হয় বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাবাহিনী। সারাদেশে বিভিন্ন থানায় এই ঘটনায় ৯ মামলা হয়েছে। সিআইডি বলছে, এখন পর্যন্ত দেশের বিভিন্ন প্রান্ত থেকে সাতজনকে গ্রেফতার করেছেন তারা।বৃহস্পতিবার সিআইডি কর্মকর্তা গণমাধ্যমকে জানান, এই মামলাগুলোর তদন্ত শেষে দ্রুত চার্জশিট দেয়া চেষ্টা করছেন তারা। লিবিয়ায় বাংলাদেশি দূতাবাসের সহায়তায় সেদেশের সরকারের সঙ্গে যোগাযোগ করে দালালদের সম্পর্কে তথ্য সংগ্রহের চেষ্টা করা হবে।সিআইডির ডিআইজি ইমতিয়াজ আহমেদ বলেন দ্রুত সময় মামলাগুলোর চার্জশীট দিয়ে আসামিদের বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু করিয়ে রেড নোটিশ জারি করাবো। এতে বিভিন্ন দেশে পলায়নরত ঘৃণ্য অপরাধী যারা আছেন তাদের দেশ ফিরিয়ে এনে শাস্তি দেয়া হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন