News71.com
 International
 01 Jun 20, 07:04 PM
 313           
 0
 01 Jun 20, 07:04 PM

ভারতীয় সুতা আমদানি রুখতে বিটিএমএ’র অ্যান্টিডাম্পিং শুল্ক আরোপের দাবি॥

ভারতীয় সুতা আমদানি রুখতে বিটিএমএ’র অ্যান্টিডাম্পিং শুল্ক আরোপের দাবি॥

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতীয় ব্যবসায়ীদের অপতৎপরতায় ক্ষেপেছেন টেক্সটাইল খাতের দেশীয় উদ্যোক্তারা। বাংলাদেশ থেকে পোশাক রপ্তানিতে প্রতিবন্ধকতা সৃষ্টির তৎপরতায় ক্ষুব্ধ দেশী ব্যবসায়ীদের দাবি, ভারতের ব্যবসায়ীরা ডাম্পিং মূল্যে সুতা রপ্তানি করায় বাংলাদেশের মিলগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে। পরিস্থিতি মোকাবেলায় ভারত থেকে সুতা আমদানির ওপর অ্যান্টিডাম্পিং শুল্ক আরোপের দাবি জানান তারা। অর্থমন্ত্রীকে দেয়া এক আবেদনে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ) এ দাবি জানায়।

বিটিএমএ সূত্র জানায়, করোনাভাইরাসের ক্ষতি পোষাতে বাংলাদেশ থেকে রপ্তানি হওয়া তৈরী পোশাকের ওপর শুল্ক আরোপের দাবি করেছেন ভারতের ব্যবসায়ীরা। এর পাল্টা ব্যবস্থা হিসেবে ভারতীয় সুতা আমদানির ওপর অ্যান্টিডাম্পিং শুল্ক আরোপের দাবি করেছে বাংলাদেশের বস্ত্রকল মালিকদের সংগঠন বিটিএমএ। সংগঠনের সভাপতি মোহাম্মদ আলী শনিবার ভারতীয় সুতার ওপর অ্যান্টিডাম্পিং শুল্ক আরোপের দাবি জানিয়ে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালকে চিঠি দেন। একই সাথে সুতা আমদানির ক্ষেত্রে প্রতি কাউন্ট সুতার ক্ষেত্রে ট্যারিফ ভ্যালু ধার্য, আমদানি করা সুতার শুল্কায়নের ক্ষেত্রে সংশ্লিষ্ট সুতার আমদানি মূল্য সম্পর্কে নিশ্চিত হয়ে খালাসের ব্যবস্থা এবং ডিসেম্বর পর্যন্ত বস্ত্র খাতের নগদ সহায়তা ৪ শতাংশ থেকে বাড়িয়ে ১০ শতাংশ নির্ধারণের দাবি জানান তিনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন