News71.com
 International
 08 Apr 20, 10:15 PM
 205           
 0
 08 Apr 20, 10:15 PM

করোনা কাণ্ডে পদ ছাড়লেন যুক্তরাষ্ট্র নৌবাহিনীর ভারপ্রাপ্ত সচিব টমাস মোডলি॥

করোনা কাণ্ডে পদ ছাড়লেন যুক্তরাষ্ট্র নৌবাহিনীর ভারপ্রাপ্ত সচিব টমাস মোডলি॥

আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর ভারপ্রাপ্ত সচিব টমাস মোডলি তার দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন। যুক্তরাষ্ট্রের বিমানবাহী যুদ্ধজাহাজ থিওডর রুজভেল্টে করোনা সংক্রমণের বিষয়ে চারদিক থেকে সমালোচনা ও বিরূপ মন্তব্য চালাচালির মধ্যেই তিনি এই ঘোষণা দিয়েছেন। এরই মধ্যে পদত্যাগপত্র কর্তৃপক্ষের কাছে পাঠিয়েও দিয়েছেন। থিওডর রুজভেল্টে করোনার হানা বিষয়ক একটি খবর মিডিয়ায় প্রকাশ হয়ে যাওয়ার পর মোডলি এয়ারক্রাফটের ক্যাপ্টেনকে বরখাস্ত করেন। ক্যাপ্টেন ব্রেট ক্রোজিয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে সহায়তার আবেদন জানালে তা সংবাদ মাধ্যমগুলো জেনে যায়। এরপর নৌবাহিনীর ভারপ্রাপ্ত সচিব টমাস মোডলি তাকে ‘বোকা’ ও ‘গর্দভ’ বলে ভর্ৎসনা করেন। তিনি অবশ্য এর পর বিষয়ে ভুল স্বীকার করে ক্ষমাও চেয়েছেন। প্রতিরক্ষা মন্ত্রী মার্ক এস্পার জানিয়েছেন, মোডলি স্বেচ্ছায় দায়িত্ব থেকে অব্যাহতি নিয়েছেন। তিনি বলেন, আমাদের কাছে ক্রুদের স্বাস্থ্য ও নিরাপত্তার ব্যাপারটাই অধিকতর গুরুত্বপূর্ণ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন