News71.com
 International
 02 Apr 20, 06:18 PM
 189           
 0
 02 Apr 20, 06:18 PM

করোনার প্রাদুর্ভাব মোকাবিলায় ব্যর্থ হওয়ায় কিরগিজস্তানের স্বাস্থ্যমন্ত্রী বরখাস্ত॥

করোনার প্রাদুর্ভাব মোকাবিলায় ব্যর্থ হওয়ায় কিরগিজস্তানের স্বাস্থ্যমন্ত্রী বরখাস্ত॥

আন্তর্জাতিক ডেস্কঃ প্রাণঘাতী করোনা ভাইরাসের (কোভিড-১৯) প্রাদুর্ভাব মোকিবিলার দায়িত্বে থাকা কিরগিজস্তানের স্বাস্থ্যমন্ত্রী কসমসবেক চোলপনবায়েভ ও উপপ্রধানমন্ত্রী আলতিনাই ওমরাবেকভাকে বরখাস্ত করেছেন দেশটির প্রেসিডেন্ট সুরোনবে জিনবেকভ। বুধবার (১ এপ্রিল) তাদের বরখাস্ত করা হয়।করোনায় মোকাবিলায় তাদের কর্মকাণ্ডে প্রেসিডেন্ট হতাশ। প্রেসিডেন্ট কার্যালয়ের ওয়েবসাইটে এ কথা জানানো হয়। গত মঙ্গলবার কোভিড-১৯-এর বিরুদ্ধে লড়াইয়ে দেশটির টাস্কফোর্সকে নেতৃত্ব দেয়া স্বাস্থ্যমন্ত্রী কসমসবেক ও উপপ্রধানমন্ত্রী আলতিনাইয়ের সমালোচনা করেন প্রেসিডেন্ট জিনবেকভ। একই সঙ্গে তিনি ওই দুজনের কাজকে ‘অসন্তুষ্টিজনক’ বলে উল্লেখ করেন। বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ৪৭ হাজার ২৭১ জন। করোনাভাইরাসে আক্রান্তদের সংখ্যা ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়ার্ল্ডওমিটার বৃহস্পতিবার (২ এপ্রিল) সকাল সাড়ে ৮টা পর্যন্ত এ সংখ্যা নিশ্চিত করেছে। আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ১ লাখ ৯৪ হাজার ২৮৬ জন। বর্তমানে চিকিৎসাধীন ৬ লাখ ৯৪ হাজার ৩১৩ জন। এদের মধ্যে ৬ লাখ ৫৮ হাজার ৮৩৫ জনের অবস্থা স্থিতিশীল এবং ৩৫ হাজার ৪৭৮ জনের অবস্থা গুরুতর। এখন পর্যন্ত এ ভাইরাস সবচেয়ে বেশি শনাক্ত হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে এ ভাইরাস শনাক্ত হয়েছে ২ লাখ ১৫ হাজার ১৭৫ জনের শরীরে। সেখানে মারা গেছেন ৫ হাজার ১১০ জন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন