News71.com
 International
 31 Mar 20, 10:04 PM
 228           
 0
 31 Mar 20, 10:04 PM

চীনের সিচুয়ান প্রদেশে দাবানল॥ ১৮ দমকল কর্মীসহ নিহত ১৯

চীনের সিচুয়ান প্রদেশে দাবানল॥ ১৮ দমকল কর্মীসহ নিহত ১৯

আন্তর্জাতিক ডেস্কঃ চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় সিচুয়ান প্রদেশের শিচ্যাং শহরের একটি বনভূমিতে সৃষ্ট দাবানলে কমপক্ষে ১৯ জন নিহত হয়েছেন। এর মধ্যে ১৮ জনই দমকল বাহিনীর সদস্য বলে জানা গেছে।সোমবার দেশটির স্থানীয় সময় বিকেল ৩টার দিকে এই আগুনের সূত্রপাত হয়। এরপর সেখানে দমকল বাহিনীর ১৪০টি গাড়ি মোতায়েন করা হয়। এ ছাড়া চারটি হেলিকপ্টার এবং দমকল বাহিনীর ৯০০ সদস্য উদ্ধার কাজে অংশ নেন। দমকল বাহিনীর সদস্যরা প্রায় ১২০০ মানুষকে দাবানল থেকে উদ্ধার করেন। আর উদ্ধার কাজে অংশ নিয়ে গিয়ে ১৮ জন দমকলকর্মী এবং ১ জন গাইডসহ ১৯ জন মারা যান।

স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়, আগুনের বিশাল শিখা শিচ্যাং শহরের পাহাড়ির অঞ্চলে ছড়িয়ে পড়েছে। দূর থেকে দেখলে ওই এলাকার আকাশ কমলা রঙ ধারণ করেছে বলে মনে হয়। উল্লেখ্য, সম্প্রতি চীনের লিয়াংশান বিভাগে বেশ কয়েকবার দাবানলের ঘটনা ঘটেছে। গত বছরের এপ্রিলে এই বিভাগের মূল জেলায় দাবানলে ২৭ জন দমকল কর্মী নিহত হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন