News71.com
 International
 31 Mar 20, 06:40 PM
 227           
 0
 31 Mar 20, 06:40 PM

বিশ্বকাপ ক্রিকেট স্থগিত হলে অক্টোবরে আইপিএল হওয়ার সম্ভবনা॥বিসিসিআই

বিশ্বকাপ ক্রিকেট স্থগিত হলে অক্টোবরে আইপিএল হওয়ার সম্ভবনা॥বিসিসিআই

আন্তর্জাতিক ডেস্কঃ করোনাভাইরাসের প্রার্দুভাবে স্থবির হয়ে আছে গোটা বিশ্ব। বন্ধ আছে সব ধরণের ক্রীড়াযজ্ঞ। ক্রিকেটের দ্বিপাক্ষিক সিরিজ স্থগিত হয়ে আছে। অক্টোবরে অস্ট্রেলিয়ার টি-২০ বিশ্বকাপ নিয়ে তৈরি হয়েছে শঙ্কা। তবে এসব নিয়ে সম্ভবত বেশি চিন্তিত নয় ভারতের ক্রিকেট বোর্ড এবং ক্রিকেট সংশ্লিষ্টরা। তারা আইপিএল নিয়েই বেশি চিন্তিত। ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) একটি সূত্র সংবাদ মাধ্যম আইএএনএসকে জানিয়েছেন, যদি আইসিসি অক্টোবরের টি-২০ বিশ্বকাপ স্থগিত করে দেয় তবে অক্টোবর-নভেম্বরে আইপিএল আয়োজন করা যেতে পারে।

করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে ভারতে চলছে তিন সপ্তাহের লকডাউন। ২৯ মার্চ শুরু হওয়ার কথা থাকলেও আইপিএল প্রাথমিকভাবে পিছিয়ে দেওয়া হয় ১৫ এপ্রিলে। ওই তারিখে আইপিএল আয়োজন সম্ভব কি-না তা নিয়ে ডাকা বৈঠকও লকডাউনের কারণে বসেনি। আইপিএলের এবারের আসর তাই বাতিল হয়ে যাওয়ার জোর সম্ভাবনা রয়েছে। ফ্র্যাঞ্চাইজি মালিকরাও সংক্ষিপ্ত করে দর্শক শূন্য স্টেডিয়ামে আইপিএল আয়োজনের আশা করছেন।

তবে এক বিসিসিআই সূত্র জানায় , ‘এখন বর্ডারগুলোতে লকডাউন চলছে। অস্ট্রেলিয়া জানিয়েছে, তারা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ছয় মাস বর্ডার লকডাউন রাখবে। করোনা অতিমারী রোধে যুক্তরাজ্যও একই সিদ্ধান্ত নিতে পারে। আন্তর্জাতিক বর্ডার বন্ধ রাখার ব্যাপারে ভারত সরকার কী সিদ্ধান্ত নেবে তা এখনই বলা যাচ্ছে না। এমন পরিস্থিতিতে কেবল অক্টোবর-নভেম্বরেই আইপিএল আয়োজন সম্ভব। কিন্তু ওই সময় আবার টি-২০ বিশ্বকাপের সঙ্গে সাংঘর্ষিক।’ সুত্রটি আরও যদি আইসিসি টি-২০ বিশ্বকাপটা কোন কারণে স্থগিত করে তাহলে আমরা ছয় মাস আন্তর্জাতিক বর্ডার বন্ধ থাকলেও আইপিএল আয়োজন করতে পারবো। তার আগে অবশ্যই করোনাভাইরাসের প্রাদুর্ভাব থামতে হবে। সবকিছু মানুষের নিয়ন্ত্রণের মধ্যে আসতে হবে। এর মধ্যে অনেক অংক আছে।’

বিসিসিআইয়ের ওই সূত্র একটা অংক উল্লেখ করে বলেন, ‘আইসিসি যদি বিশ্বকাপ স্থগিত করে তবে তাদের ২০২০ বিশ্বকাপ পিছিয়ে ২০২২ এ দিতে হবে। কারণ ২০২১ (ভারতে টি-২০ বিশ্বকাপ) পঞ্জিকা ফাঁকা নেই।’ বিশ্বকাপ স্থগিত হতে পারে কি না এমন প্রশ্নে ওই সূত্র জানান, এখনও অস্ট্রেলিয়া বিশ্বকাপ স্থগিত হওয়া নিয়ে কোন আলোচনা হয়নি। ওটা তাই সময় মতো অক্টোবরেই হবে।’

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন