News71.com
 International
 27 Feb 20, 10:27 PM
 206           
 0
 27 Feb 20, 10:27 PM

পাকিস্তানের পঙ্গপালের আক্রমন ঠেকাবে চীনের হাঁস॥

পাকিস্তানের পঙ্গপালের আক্রমন ঠেকাবে চীনের হাঁস॥

আন্তর্জাতিক ডেস্কঃ পঙ্গপালের আক্রমণে জেরবার পাকিস্তানের কৃষকরা। একই অবস্থা ভারতের পাঞ্জাবেও। পরিস্থিতি এমনই ঠেকেছে যে শুধুমাত্র পঙ্গপাল ঠেকাতে ভারত পাকিস্তান একসঙ্গে কাজ করতে রাজী হয়েছে। এদিকে পাকিস্তানের এমন সঙ্গীন অবস্থা বিবেচনা করে এগিয়ে এসেছে দেশটির বন্ধু রাষ্ট্র চীন। পাকিস্তানে পঙ্গপালের আক্রমণ ঠেকাতে এক লাখ পাতিহাঁসের শক্তিশালী বাহিনী পাঠানোর পরিকল্পনা করেছে চীন। বিবিসি জানায়, কীটপতঙ্গ এবং পঙ্গপালভোজী এ সব পাতিহাঁস চীনের পূর্বাঞ্চলীয় প্রদেশ জেইজিয়াং থেকে পাকিস্তানে পাঠানো হবে। পঙ্গপাল নিয়ন্ত্রণে পথ খুঁজে বের করার জন্য এর আগে চীনা বিশেষজ্ঞদের একটি দলকে পাকিস্তানে পাঠানো হয়েছিল। উত্তরপশ্চিমাঞ্চলীয় সিনজিয়াং অঞ্চলে ২০ বছর আগে পাকিস্তানের অনুরূপ পঙ্গপালের মুখে হাঁস বাহিনী ব্যবহার করে পরিস্থিতি সামাল দিয়েছিল চীন। এ জাতীয় হাঁসের খাদ্য তালিকায় কীটপতঙ্গসহ পঙ্গপাল রয়েছে। ঝিজিয়াং একাডেমি অব এগ্রিকালচারাল সাইনের প্রধান বৈজ্ঞানিক লু লিঝি হাঁসকে প্রাকৃতিক সেনাবাহিনী হিসেবে অভিহিত করেছেন। তিনি জানান, হাঁস বাহিনী ব্যবহারে দুই ধরণের উপকার পাওয়া যাবে বলে জানা গেছে। এতে কীটনাশকের তুলনায় একদিকে খরচ কম পড়বে অন্য দিকে পরিবেশের কোনও ক্ষতি হবে না। এ ছাড়া, মুরগির তুলনায় হাঁসরা দল বেঁধে থাকতে পছন্দ করে বলে তাদের নিয়ন্ত্রণ করাও সহজ হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন