News71.com
 International
 26 Feb 20, 01:20 PM
 215           
 0
 26 Feb 20, 01:20 PM

করোনা ঠেকাতে আড়াই বিলিয়ন ডলার চায় ট্রাম্প প্রশাসন॥

করোনা ঠেকাতে আড়াই বিলিয়ন ডলার চায় ট্রাম্প প্রশাসন॥

আন্তর্জাতিক ডেস্কঃ বিশ্বব্যাপী করোনা ভাইরাস বিস্তার ঠেকাতে ২ দশমিক ৫ বিলিয়ন মার্কিন ডলার ব্যয় করার পরিকল্পনা নিয়েছে হোয়াইট হাউজ। মার্কিন গণমাধ্যম ওয়াশিংটন পোস্টের জানায়, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন জরুরি ব্যয়ের জন্য কংগ্রেসকে এক দশমিক আট বিলিয়ন মার্কিন ডলার দিতে অনুরোধ করেছে। এতে হেলথ অ্যান্ড হিউম্যান সার্ভিস বিভাগের নয়া তহবিলের জন্য এক দশমিক ২৫ বিলিয়ন ডলার দেয়ার পাশাপাশি মূলত ইবোলা মোকাবিলার জন্য সংরক্ষিত ৫৩৬ মিলিয়ন ডলার স্থানান্তরিযত করার অনুরোধ জানানো হয়েছে। হোয়াইট হাউজ জানিয়েছে, সরকারের বিভিন্ন সংস্থা থেকেও হেলথ অ্যান্ড হিউম্যান সার্ভিসের জন্য অতিরিক্ত অর্থ সংগ্রহ করা যেতে পারে। এ অর্থ আক্রান্ত রাষ্ট্রসমূহের পাশাপাশি ল্যাবরেটরি টেস্ট, কুয়ারানটাইন, ভ্যাকসিন গবেষণা ও উন্নয়নমূলক খাতে ব্যয় করা হবে। হোয়াইট হাউজের বাজেটের এই আবেদনের ব্যাপারে কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি বলেছেন, করোনাভাইরাস মোকাবিলায় পদক্ষেপ নিতে ট্রাম্প প্রশাসন অনেক দেরি করে ফেলেছে। এ ছাড়া, তিনি এ কাজে ২৫০ কোটি ডলারকে ‘অপর্যাপ্ত’ বলেও উল্লেখ করেছেন

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন