News71.com
 International
 25 Feb 20, 12:54 PM
 204           
 0
 25 Feb 20, 12:54 PM

ট্রাম্পের সম্মানে আয়োজিত নৈশভোজে অংশগ্রহন করেননি ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন॥

ট্রাম্পের সম্মানে আয়োজিত নৈশভোজে অংশগ্রহন করেননি ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন॥

আন্তর্জাতিক ডেস্কঃ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্মানে আয়োজিত নৈশভোজ বয়কট করলেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং। প্রথমে আমন্ত্রণ গ্রহণ করলেও, পরে শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে ওই নৈশভোজ বয়কট করেন প্রাক্তন প্রধানমন্ত্রী। এর আগেই লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীর চৌধুরি এই নৈশভোজ বয়কট করেছেন। তাঁর অভিযোগ, “দেশের বৃহত্তম রাজনৈতিক দলের সভানেত্রী সোনিয়া গান্ধীকে রাষ্ট্রপতি আয়োজিত ওই নৈশভোজে আমন্ত্রণ জানানো হয়নি। যা অপমানজনক। শুধুমাত্র নিয়মমাফিক, প্রেসিডেন্ট ট্রাম্পের সম্মানে আয়োজিত নৈশভোজে লোকসভা এবং রাজ্যসভার বিরোধী দলনেতাদের আমন্ত্রণ জানিয়েছেন রাষ্ট্রপতি। অধীর চৌধুরি খাতায়-কলমে লোকসভার বিরোধী দলনেতা না হলেও, কংগ্রেসের দলনেতা হওয়ার দরুন আমন্ত্রণ পান। রাজ্যসভার বিরোধী নেতা হিসেবে আমন্ত্রণ পান গুলাম নবি আজাদ। আমন্ত্রণ পান প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংও)। কিন্তু, কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী বা গান্ধী পরিবারের অন্য কোনও সদস্যকে এই নৈশভোজে আমন্ত্রণ জানানো হয়নি। শুধু তাই নয়, এই প্রথম মার্কিন প্রেসিডেন্টের সফরে তাঁর সঙ্গে বিরোধী দলের প্রতিনিধিদের কোনও বৈঠকের আয়োজন করা হয়নি। যা রীতিমতো অসম্মানজনক বলে মনে করছে কংগ্রেস। সেকারণেই, কংগ্রেস নেতা অধীর চৌধুরি এই নৈশভোজ বয়কটের সিদ্ধান্ত নেন। একই পথে হাঁটলেন মনমোহনও। তবে প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন নৈশভোজ বয়কট করলেও, মার্কিন প্রেসিডেন্টের সফর নিয়ে আলাদা করে কিছু বলেননি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন