News71.com
 International
 25 Feb 20, 11:29 AM
 207           
 0
 25 Feb 20, 11:29 AM

বিতর্কিত নাগরিকত্ব আইন নিয়ে রণক্ষেত্র নয়াদিল্লি॥ পুলিশসহ নিহত ৫

বিতর্কিত নাগরিকত্ব আইন নিয়ে রণক্ষেত্র নয়াদিল্লি॥ পুলিশসহ নিহত ৫

আন্তর্জাতিক ডেস্কঃ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভারত সফরের মধ্যেই রণক্ষেত্র ভারতের রাজধানী নয়াদিল্লি। বিতর্কিত নাগরিকত্ব সংশোধন আইনের সমর্থক ও বিরোধীদের মধ্যে ব্যাপক সংঘর্ষে পুলিশ সদস্যসহ নিহত হয়েছেন অন্তত ৫ জন। আহত হয়েছেন আরো অনেকে। গতকাল সোমবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় আধাসামরিক বাহিনী মোতায়েন এবং ১৪৪ ধারা জারির পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার দাবি করেছে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এদিকে বিক্ষোভের কারণে আজ মঙ্গলবার বন্ধ ঘোষণা করা হয়েছে দিল্লির বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান। সোমবার সিএএ-বিরোধী বিক্ষোভে হামলা চালায় একদল দুর্বৃত্ত। এতে রণক্ষেত্রে পরিণত হয় দিল্লির চান্দবাগ, গোকুলপুরি, ভজনপুরা এলাকা। এদিকে ভারতের বিভিন্ন রাজ্যে ট্রাম্পবিরোধী বিক্ষোভও হয়েছে। বিক্ষোভকারীরা ট্রাম্পের বক্তব্যের সমালোচনা করেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন