News71.com
 International
 23 Feb 20, 08:19 PM
 192           
 0
 23 Feb 20, 08:19 PM

১৮-তেও আর ধূমপান নয়॥ তামাক বিরোধী নতুন নিয়ম করছে ভারত সরকার

১৮-তেও আর ধূমপান নয়॥ তামাক বিরোধী নতুন নিয়ম করছে ভারত সরকার

আন্তর্জাতিক ডেস্ক: ধূমপান তথা তামাক সেবন নিয়ে নয়া নির্দেশিকা জারি করতে চলেছে কেন্দ্র। বর্তমানে ১৮ বছর বয়স থেকে আইনত তামাক সেবন করা যায়। এবার সেই নিয়মেই বদল আনার পরিকল্পনা চলছে। জানা গিয়েছে, তামাক সেবনের আইনত বয়স নিয়ে নতুন নির্দেশিকা জারি করতে চলেছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। তামাক সেবনের বয়স ১৮ বছর থেকে বাড়িয়ে ২১ বছর করার ভাবনা চিন্তা করা হচ্ছে। এই নিয়ে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকে একটি রিপোর্ট জমা দিয়েছে লিগাল সাব গ্রুপ। লিগাল কমিটি রিপোর্টে শুধু তামাক সেবনের বয়স বৃদ্ধির কথাই বলেনি, জরিমানার পরিমান বাড়ানোর কথাও বলা হয়েছে। রিপোর্ট আরও বলা হয়েছে ২১ বছরের কম বয়সীদের দোকানেও তামাক জাত দ্রব্য কিনতে পাঠানে পারবেন না বাবারা। নিষিদ্ধ এলাকায় ধূমপানে ২০০ টাকা জরিমানা করা হয়ে থাকে। সেই জরিমানার পরিমান বাড়িয়ে ১০০০ টাকা করার কথা বলা হয়েছে রিপোর্ট। সার্ভে রিপোর্ট অনুযায়ী, স্কুল-কলেজের ছেলেমেয়েদের মধ্যে ধূমপানের প্রবণতা ক্রমশ বাড়ছে। অনেকেই ফ্যাশন স্টেটমেন্ট ধরে নিয়ে ধূমপান করছেন। কেউ আবার চাপ সামলাতে না পেরে ধূমপান করছে। তাই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সার্ভে বলছে, বর্তমানে পুরুষদের ১৯ শতাংশ, মহিলাদের ২ শতাংশ ধূমপান করেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন