News71.com
 International
 20 Feb 20, 11:45 AM
 213           
 0
 20 Feb 20, 11:45 AM

হংকংয়ে করোনায় আক্রান্ত আরও একজনের মৃত্যু॥

হংকংয়ে করোনায় আক্রান্ত আরও একজনের মৃত্যু॥

আন্তর্জাতিক ডেস্কঃ হংকংয়ে করোনা আক্রান্ত আরো এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বুধবার (১৯ ফেব্রুয়ারি) হংকংয়ের প্রিন্সেস মার্গারেট হাসপাতালে তার মৃত্যু হয় বলে হাসপাতালের এক মুখপাত্রের বরাতে জানিয়েছে সাউথ চায়না মর্নিং পোস্ট। হংকংয়ের প্রিন্সেস মার্গারেট হাসপাতালের ওই মুখপাত্র জানান, ৭০ বছর বয়সী ওই রোগীর শারীরিক অবস্থার অবনতি হওয়ার পর বুধবার সকাল ৭টার দিকে (স্থানীয় সময়) তিনি মারা যান। হাসপাতালটির চিকিৎসা-কর্মীরা জানান ডায়াবেটিস ও কিডনির সমস্যায় ভোগা এই রোগীর মৃত্যুর সঠিক কারণ এখনও নির্ধারিত হয়নি। স্থানীয় সময় বিকালে হংকংয়ের স্বাস্থ্য বিভাগ ও হাসপাতাল কর্তৃপক্ষ এক যৌথ সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরবে বলে জানিয়েছে মর্নিং পোস্ট। আগে প্রকাশিত তথ্যানুযায়ী, ওই ব্যক্তি হংকংয়ের কাওয়াই চুং এলাকার একটি বাড়িতে একাই বাস করতেন। ২ ফেব্রুয়ারি অসুস্থ হওয়ার ১০ দিন পর তাকে প্রিন্সেস মার্গারেট হাসপাতালে ভর্তি করা হয়। ১৪ ফেব্রুয়ারি তিনি নতুন করোনা ভাইরাসে আক্রান্ত বলে নিশ্চিত করা হয়, তখনই তার অবস্থা সঙ্কটজনক ছিল। গত ২২ জানুয়ারি তিনি এক দিনের সফরে চীনের মূলভূখণ্ডে গিয়েছিলেন। হংকংয়ে নতুন করোনা ভাইরাসে মৃত্যুর প্রথম ঘটনা ঘটে ৪ ফেব্রুয়ারি। ওই দিন ৩৯ বছর বয়সী এক ব্যক্তি মারা যান, তিনিও ডায়াবিটিসের রোগী ছিলেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন