News71.com
 International
 25 Jan 20, 07:51 PM
 210           
 0
 25 Jan 20, 07:51 PM

কেরালা ও পাঞ্জাবের পর ভারতের নাগরিকত্ব আইন বিরুদ্ধে অবস্থান নিল রাজস্থান সরকার॥

কেরালা ও পাঞ্জাবের পর ভারতের নাগরিকত্ব আইন বিরুদ্ধে অবস্থান নিল রাজস্থান সরকার॥

আন্তর্জাতিক ডেস্কঃ কেরালা ও পাঞ্জাবের পর ভারতের বিতর্কিত সংশোধিত নাগরিকত্ব আইনের বিরুদ্ধে এবার রাজস্থানে প্রস্তাব পাস করা হয়েছে। এছাড়া সিএএ এবং এনআরসির বিরুদ্ধে আবার নতুন করে আন্দোলনের ঘোষণা দিয়েছেন তৃণমূল কংগ্রেস সভানেত্রী ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিকে পার্ক সার্কাস ময়দানের আন্দোলন ১৮তম দিন অতিক্রম করেছে শুক্রবার। ভারতের সংশোধিত নাগরিকত্ব আইন এবং এনআরসির বিরুদ্ধে ডিসেম্বর মাস থেকেই রাজপথে বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলো। সর্বভারতীয় স্তরের বিজেপি বিরোধী কংগ্রেসকে তেমন প্রভাব বিস্তার করতে দেখা না গেলেও এককভাবে সিএএ বিরোধী আন্দোলনের মুখ হয়ে উঠেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ডিসেম্বর মাস থেকে লাগাতার কর্মসূচি বাস্তবায়ন করে এবার ফেব্রুয়ারি মাসজুড়েও মাঠ গরম করতে চলেছেন মমতা। যদিও এবার শুধু শহর নয়, গ্রাম পর্যায়ে আন্দোলনকে নিয়ে যেতে চাইছে মমতার দল। মমতার সিএএ বিরোধী আন্দোলন নিয়ে তীব্র কটাক্ষ করেছেন বিজেপির আরেক নারী নেত্রী ও কেন্দ্রীয় প্রতিমন্ত্রী দেবশ্রী চৌধুরী ।এদিকে ৭ জানুয়ারি থেকে সিএ বিরোধী আন্দোলনে প্রতিদিন বিভিন্ন সমাজিক অরাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে একাত্মতা প্রকাশ করা হচ্ছে। টানা গণঅবস্থানের ১৮ দিনের চিত্রটাও ব্যতিক্রম ছিল না।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন