News71.com
 International
 19 Jan 20, 06:17 PM
 175           
 0
 19 Jan 20, 06:17 PM

বিতর্কের মধ্যেই মিয়ানমারে চীনের বিশাল বিনিয়োগ॥

বিতর্কের মধ্যেই মিয়ানমারে চীনের বিশাল বিনিয়োগ॥

আন্তর্জাতিক ডেস্কঃ রোহিঙ্গা ইস্যুতে আন্তর্জাতিক অঙ্গনে মিয়ানমারকে নিয়ে চলমান বিতর্কের মধ্যেই দেশতে বিশাল অঙ্কের বিনিয়োগ করলো চীন। এ নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে ব্যাপক সমালোচনা হয়েছে। চীনা প্রেসিডেন্টের মিয়ানমার সফরে ৩৩টি চুক্তি স্বাক্ষর হয়েছে। এছাড়া চীন ভবিষ্যতে দুই দেশের সম্পর্ক জোরদার করার অঙ্গীকার করেছে। শনিবার (১৮ জানুয়ারি) চীনের প্রেসিডেন্ট শি চিনপিং ও মিয়ানমারের স্টেট কাউন্সেলর অং সান সু চি'র বৈঠকে চুক্তিগুলো স্বাক্ষরিত হয়। স্বাক্ষরিত চুক্তিগুলো মূলত বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ প্রকল্পের অংশ। এসব চুক্তি স্বাক্ষরের পাশাপাশি কয়েকশ' কোটি ডলারের চীন-মিয়ানমার অর্থনৈতিক করিডর দ্রুত বাস্তবায়নের ব্যাপারে দুই নেতা বৈঠকে সম্মত হয়েছেন। এছাড়া চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সঙ্গে ভারত মহাসাগরের সংযোগ স্থাপনের জন্য রেললাইন নির্মাণ, মিয়ানমারের রাখাইন রাজ্যে গভীর সমুদ্রবন্দর নির্মাণ, সীমান্তে বিশেষ অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা এবং মিয়ানমারের বাণিজ্যিক রাজধানী ইয়াঙ্গুনে একটি নতুন প্রকল্প বাস্তবায়নের ব্যাপারে চুক্তি হয়েছে দুই মিত্র দেশের মধ্যে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন