News71.com
 International
 15 Jan 20, 06:48 PM
 152           
 0
 15 Jan 20, 06:48 PM

ভারতের গুজরাট-দিল্লিতে আইএসের বড় হামলার ছক॥

ভারতের গুজরাট-দিল্লিতে আইএসের বড় হামলার ছক॥

আন্তর্জাতিক ডেস্কঃ বড় ধরণের নাশকতার ছক কষেছে পাকিস্তানি গুপ্তচর সংস্থা আইএসআই। প্রজাতন্ত্র দিবস (২৬ জানুয়ারি) গুজরাটে এবং দিল্লিতে একযোগে জঙ্গি হামলার তথ্য পেয়েছে দিল্লি পুলিশ। ৬ জন জঙ্গি যারা তামিলনাড়ুতে ঘাঁটি গেড়েছিল তারা ফের নেপালে চলে গিয়েছে। সেখান থেকে ফের ভারতে ঢুকবে বলে সূত্রের খবর। জানা গেছে, তারা আইএস জঙ্গি। দিল্লি পুলিশ ৯ ডিসেম্বর তিনজন জঙ্গিকে গ্রেপ্তার করেছিল। তাদের জেরা করে কিছুদিন বাদেই গুজরাট থেকে চারজন জঙ্গিকে গ্রেপ্তার করা হয়। তারপর সবাইকে একসঙ্গে জেরা করে জানা যায় তাদের সঙ্গে আরও দু’‌জন জঙ্গি ছিল। যাদের এখনও হদিস মেলেনি। সেখান থেকেই জানা যায় আইএসআই এই জঙ্গি পাঠাচ্ছে ২৬ জানুয়ারি দেশের দুটি গুরুত্বপূর্ণ শহরে হামলা চালানোর জন্য। বাস্তির আইজি আশুতোষ কুমার এই তথ্য স্বীকার করেছেন। তিনি জানিয়েছেন, 'দু’‌জন জঙ্গি দেশে ঢুকেছে। তারা এখন উত্তরপ্রদেশে রয়েছে বলে খবর পাওয়া গেছে। এই দু’‌জন জঙ্গির নাম খাজা মইনুদ্দিন এবং আবদুল সামাদ। তাদের শেষবার দেখা গিয়েছিল পশ্চিমবঙ্গের শিলিগুড়িতে। পাক গুপ্তচর সংস্থা চাইছে আইএস জঙ্গিদের দিয়ে হামলা করালে তাদের ঘাড়ে দোষ পড়বে না। আইএস জঙ্গি সংগঠনের ঘাড়েই পড়বে। ১০ জানুয়ারি তিনজন আইএস জঙ্গি জেরায় স্বীকার করেছিল দিল্লি পুলিশ ও সেনাবাহিনীর নিয়োগ ক্যাম্পে হামলা চালানোর নির্দেশ ছিল তাদের কাছে।'

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন