News71.com
 International
 15 Jan 20, 06:48 PM
 158           
 0
 15 Jan 20, 06:48 PM

ইরান ইস্যুতে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে এক হাত নিলেন কানাডার প্রধানমন্ত্রী ট্রুডো॥

ইরান ইস্যুতে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে এক হাত নিলেন কানাডার প্রধানমন্ত্রী ট্রুডো॥

আন্তর্জাতিক ডেস্কঃ ইউক্রেনীয় যাত্রীবাহী বিমান ভূপাতিত করার স্বীকারোক্তির পর ঘরে-বাইরে চাপের মুখে ইরান। বিক্ষোভে ফুঁসে উঠেছে সাধারণ মানুষ। অভিযোগ রয়েছে, ইন্ধন দিচ্ছে যুক্তরাষ্ট্র। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের বিরুদ্ধে তাজা গুলি ব্যবহারের অভিযোগ উঠলেও তা অস্বীকার করেছে রুহানি প্রশাসন। এদিকে, বিমান বিধ্বস্তের জন্য যুক্তরাষ্ট্র ও ইরানের সংঘাতকে দুষছে কানাডা । ইরানের ছোঁড়া ক্ষেপণাস্ত্রে ইউক্রেনের যাত্রীবাহী বিমান বিধ্বস্তের প্রতিবাদে চতুর্থদিনের মতো বিক্ষোভ অব্যাহত রয়েছে। সোমবার তেহরানের রাস্তায় নেমে বিক্ষোভ করেন কয়েকশ' ইরানি। এসময় দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামেনির পদত্যাগের দাবি জানান বিক্ষোভকারীরা। বিক্ষোভকারীদের দমনে পুলিশের বিরুদ্ধে সরাসরি গুলি চালানোর অভিযোগ উঠলেও তা অস্বীকার করেছে দেশটির প্রশাসন। বিক্ষোভকারীদের প্রতি আইনশৃঙ্খলা রক্ষাবাহিনী সর্বোচ্চ সহনশীলতা দেখাচ্ছে বলে জানিয়েছেন তেহরানের পুলিশ প্রধান।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন