international
 14 Jan 20, 01:25 PM
 34             0

চীনে সড়ক ভেঙ্গে খাদে বাস॥ নিহত ৬

চীনে সড়ক ভেঙ্গে খাদে বাস॥ নিহত ৬

আন্তর্জাতিক ডেস্কঃ চীনের চিংহাই প্রদেশে সড়ক ধসে একটি বাস গর্তে পড়ে ৬ জন নিহত হয়েছেন। সোমবারের এই দুর্ঘটনায় আহত হয়েছেন ১৬ জন। খবর বিবিসির।বিবিসির প্রতিবেদনে বলা হয়, চিংহাই প্রদেশের রাজধানী জিননিং হাসপাতালের বাইরে এই দুর্ঘটনা ঘটে। সিসিটিভি ফুটেজে দেখা যায়, বাসটি সড়ক ভেঙ্গে পড়ার পর বিস্ফোরণ ঘটে। সড়কটি ভাঙ্গার পর প্রায় ১০ মিটার ব্যসের একটি গর্ত হয়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। তবে দুর্ঘটনার সময় বাসে ঠিক কতজন যাত্রী ছিল সেটি এখনো জানা যায়নি। এদিকে বাসটি উদ্ধার করতে গিয়েও অনেকে আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে ।সম্প্রতি বছরগুলোতে চীনে সড়ক ভেঙ্গে দুর্ঘটনার পরিমান উল্লেখযোগ্যহারে বেড়েছে। ২০১৮ সালেও চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে সড়ক ভেঙ্গে ৪ জন নিহত হয়েছিলেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন

')