News71.com
 International
 12 Jan 20, 11:51 AM
 195           
 0
 12 Jan 20, 11:51 AM

তেহরানে বিমান বিধ্বস্ত ॥ ইউক্রেনের প্রেসিডেন্টকে রুহানির ফোন

তেহরানে বিমান বিধ্বস্ত ॥ ইউক্রেনের প্রেসিডেন্টকে রুহানির ফোন

আন্তর্জাতিক ডেস্কঃ ইউক্রেনের যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেন্সকির সঙ্গে ফোনে কথা বলেছেন ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি। টেলিফোন আলাপে রুহানি বলেন, বিমান বিধ্বস্তের তদন্তে দু’দেশের মধ্যে ঘনিষ্ঠ সহযোগিতা অব্যাহত থাকবে। ইরানের সংবাদ মাধ্যম পার্সটুডে জানায়, বিমান বিধ্বস্তের ঘটনা নিয়ে প্রেসিডেন্ট রুহানি শনিবার দ্বিতীয়দিনের মতো জেলেন্সকিকে টেলিফোন করেন। এ সময় তিনি বলেন, মানবীয় ত্রুটির কারণে এই হৃদয়বিদারক ঘটনা ঘটেছে এবং এর সঙ্গে জড়িত ব্যক্তিদের বিচার করা হবে। ইউক্রেন থেকে বিশেষজ্ঞ দল এসে পৌঁছালে দু’দেশের বিশেষজ্ঞরা যৌথ তদন্ত চালাবেন এবং বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনা তদন্তে একটি বিচার বিভাগীয় তদন্তও চালানো হবে। তার দেশ এ ঘটনায় নিহতদের ক্ষতিপূরণ দেয়ার ক্ষেত্রে আন্তর্জাতিক আইন পুরোপুরি মেনে চলবে। এদিকে জেলেন্সকি জানান, এ স্পর্শকাতর সময়ে ইরানের পক্ষ থেকে যে সহযোগিতা করা হচ্ছে তা প্রশংসনীয়। তিনি এক্ষেত্রে আন্তর্জাতিক আইন অনুযায়ী ইরানের সঙ্গে সহযোগিতার আগ্রহ প্রকাশ করেন এবং যত শিগগিরই সম্ভব নিহত ইউক্রেনের নাগরিকদের মরদেহ দেশটিতে ফেরত পাঠানোর অনুরোধ করেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন