News71.com
 International
 11 Jan 20, 10:48 PM
 182           
 0
 11 Jan 20, 10:48 PM

টানা ৫০ বছর ধরে ক্ষমতায় থাকা ওমানের ক্ষমতাসীন সুলতান কাবুস মারা গেলেন॥

টানা ৫০ বছর ধরে ক্ষমতায় থাকা ওমানের ক্ষমতাসীন সুলতান কাবুস মারা গেলেন॥

আন্তর্জাতিক ডেস্কঃ ওমানের সুলতান কাবুস বিন সাইদ আল সাইদ মারা গেছে। ৭৯ বছর বয়সে ক্যান্সারে আক্রান্ত হয়ে গতকাল শুক্রবার তিনি মারা যান। প্রায় চার দশক ধরে ওমানের রাষ্ট্রীয় ক্ষমতায় আসীন ছিলেন সুলতান কাবুস। সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, ওমানে ৭২ ঘণ্টার মধ্যে নতুন সুলতানের মনোনয়নের বিষয়ে সিদ্ধান্ত নেবে রাজ পরিবার। এদিকে কাবুসের মৃত্যুতে ওমানে তিনদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। একটি সফল অভ্যুত্থানে পিতাকে ক্ষমতাচ্যুত করে কাবুস ১৯৭০ সালের ২৩ জুলাই ক্ষমতা দখল করেন। তবে চিরকুমার থাকায় কোন ঔরসজাত উত্তরসূরি রেখে যেতে পারেননি সুলতান কাবুস। ১৯৪০ সালের ১৮ নভেম্বর ওমানের সালালাহতে জন্মগ্রহণ করেন সুলতান কাবুস বিন সাইদ আল সাইদ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন