News71.com
 International
 10 Jan 20, 08:07 PM
 175           
 0
 10 Jan 20, 08:07 PM

অস্ট্রেলিয়ায় ভয়াবহ বিপর্যয়ের সতর্কতা জারি॥

অস্ট্রেলিয়ায় ভয়াবহ বিপর্যয়ের সতর্কতা জারি॥

আন্তর্জাতিক ডেস্কঃ অস্ট্রেলিয়ায় অব্যাহত দাবানলে এ পর্যন্ত এক কোটি হেক্টর বনভূমি পুড়ে ছাই হয়ে গেছে। দাবানল নিয়ন্ত্রণে স্থানীয় বাহিনীর সঙ্গে অংশ নিয়েছেন যুক্তরাষ্ট্র ও কানাডার দমকলকর্মীরা। ক্ষয়ক্ষতির পরিমাণ বাড়তে থাকলে আর্থিক মন্দায় পড়ার শঙ্কায় সরকার। এরমধ্যেই, শিগগিরই দাবানল নিয়ন্ত্রণে আনা না গেলে পরিবেশের ভয়াবহ বিপর্যয় হতে পারে বলে সতর্ক করেছেন পরিবেশবিদরা। অস্ট্রেলিয়ার ভয়াবহ দাবানলের প্রভাব পড়েছে সমুদ্রের পানিতে। কালো ধোঁয়া আর পুড়ে যাওয়া বনাঞ্চলের ছাই দূষিত করছে স্বচ্ছ পানিকে। এতে হুমকির মুখে জলজ প্রাণী। গেলো বছরের সেপ্টেম্বর থেকে নিউ সাউথ ওয়েলস, ভিক্টোরিয়া ও কুইন্সল্যান্ডে অঙ্গরাজ্যে জ্বলতে থাকা দাবানলে প্রতিদিনই নতুন নতুন এলাকা ক্ষতিগ্রস্ত হচ্ছে। সর্বগ্রাসী আগুন সবই গ্রাস করে নিচ্ছে। আগুন নিয়ন্ত্রণে দমকলবাহিনী নানাভাবে চেষ্টা করে গেলেও, তাপমাত্রা বৃদ্ধি ও বাতাসের গতিবেগের কারণে আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে বাইরে চলে যাওয়ায় ক্ষতিগ্রস্ত এলাকায় যোগ দিয়েছেন যুক্তরাষ্ট্র ও কানাডার দমকলকর্মীরা। অস্ট্রেলিয়ার দমকলবাহিনীর সঙ্গে একযোগে কাজ করবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। অস্ট্রেলিয়ার দমকল কর্মকর্তা কিল ওয়াইন বলেন, দাবানল নিয়ে আমরা খুবই উদ্বিগ্ন। গেল কয়েকদিন ধরে হুহু করে বাতাস বইছে। এতে পরিস্থিতি আরও খারাপের দিকে যাচ্ছে। আবহাওয়ার কোন উন্নতি না থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে সমস্যা হচ্ছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন