News71.com
 International
 12 Dec 19, 12:23 PM
 183           
 0
 12 Dec 19, 12:23 PM

ব্রিটেনের ভাগ্য নির্ধারণের দিন আজ।।

ব্রিটেনের ভাগ্য নির্ধারণের দিন আজ।।

আন্তর্জাতিক ডেস্কঃ আজ ব্রিটেনের আগাম জাতীয় নির্বাচন। জনমত জরিপের ফলগুলোতে এগিয়ে রয়েছে বর্তমান প্রধানমন্ত্রী বরিস জনসনের কনজারভেটিভ দল। তবে কিছু কিছু জরিপ বলছে, সুযোগ রয়েছে লেবার দলেরও। প্রার্থীরাও প্রচার প্রচারণা শেষে প্রত্যাশা করছেন নিজ দলের সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার। চার বছরের মধ্যে বিশ্বের পঞ্চম অর্থনৈতিক শক্তির তৃতীয় জাতীয় নির্বাচন আজ বৃহস্পতিবার। ইউরোপীয় ইউনিয়ন থেকে বিচ্ছেদসহ পুরো ব্রিটেনের ভাগ্য নির্ধারণের দিন আজ।

 

নির্বাচনী পর্যবেক্ষণ বা জনমত জরিপে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে অনিশ্চয়তাই ফুটে উঠছে। জরিপে ক্ষমতাসীন কনজারভেটিভ ও জেরেমি করবিনের নেতৃত্বাধীন বিরোধী দল লেবার পার্টির জনপ্রিয়তা ওঠানামা করছে। লন্ডনজুড়ে লেবারের শক্ত ঘাটিগুলোতে কনজারভেটিভের ভোট ব্যাংক বাড়াতে নানা প্রতিশ্রুতি দিয়েছেন প্রার্থীরা। গত নয় বছরের কনজারভেটিভ সরকারের নানা ব্যর্থতার চিত্র তুলে ধরে পরিবর্তনের জন্য লেবারের প্রতি ভোট দেওয়ার আহবান জানান প্রার্থীরা। ব্রিটেনের সংবিধান অনুসারে, কোনো দলকে সরকার গঠনের জন্য ন্যূনতম ৩২৬ আসনে জয় নিশ্চিত করতে হবে। তা না হলে, জোটবদ্ধ সরকার গঠনের রেওয়াজ রয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন