News71.com
 International
 08 Dec 19, 02:27 PM
 177           
 0
 08 Dec 19, 02:27 PM

পরমাণু নিরস্ত্রীকরণ নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আর কোন আলোচনা নয়॥উত্তর কোরিয়া

পরমাণু নিরস্ত্রীকরণ নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আর কোন আলোচনা নয়॥উত্তর কোরিয়া

আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তর কোরিয়ার পরমাণু নিরস্ত্রীকরণ বিষয় নিয়ে কোনও কথা হবে না বলে জানিয়েছেন জাতিসংঘে নিযুক্ত উত্তর কোরীয় রাষ্ট্রদূত কিম সং। শনিবার (৭ ডিসেম্বর) এক বিবৃতিতে কিম সং বলেন, ‘যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে টেকসই সংলাপের প্রস্তাব আসলে একটি কৌশল মাত্র। এর মাধ্যমে তারা শুধু নিজেদের স্বার্থ হাসিল করেছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের দীর্ঘ আলোচনার প্রয়োজন নেই। আর পরমাণু নিরস্ত্রীকরণ নিয়ে আর কোন আলোচনা হচ্ছে না।' ২০১৮ সাল থেকে এখন পর্যন্ত ডোনাল্ড ট্রাম্প ও কিম জং উন তিনবার বৈঠকে বসেছেন। তাদের বৈঠকে কোন ফল আসেনি। বারবার নিজেদের মধ্যে বাকযুদ্ধ চালিয়েই গেছেন দুই নেতা। এরইমধ্যে এ বছরের জুলাইয়ের শেষদিকে প্রথমবারের মতো ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করে উত্তর কোরিয়া। সর্বশেষ ৩১ অক্টোবর ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালায় পিয়ংইয়ং। চলতি বছরে এটি দেশটির ১২তম ক্ষেপণাস্ত্র পরীক্ষা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন