News71.com
 International
 26 Nov 19, 08:53 PM
 207           
 0
 26 Nov 19, 08:53 PM

আলবেনিয়ায় শক্তিশালী ভূমিকম্প ॥ নিহত ৭

আলবেনিয়ায় শক্তিশালী ভূমিকম্প ॥ নিহত ৭

আন্তর্জাতিক ডেস্কঃ দক্ষিণ-পূর্ব ইউরোপের দেশ আলবেনিয়ায় ছয় দশমিক চার মাত্রার ভূমিকম্পে সাতজন নিহত হয়েছেন। মঙ্গলবার (২৬ নভেম্বর) ভোরে দেশটির তিরানা ও এর আশপাশের অঞ্চলে এ ভূমিকম্প আঘাত হানে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, স্থানীয় সময় ভোর ৪টায় এ ভূমিকম্প আঘাত হানে। রিখটার স্কেলে ছয় দশমিক চার মাত্রার এ ভূমিকম্পটির উৎপত্তিস্থল তিরানা থেকে ৩০ কিলোমিটার পশ্চিমে। যার গভীরত্ব ১০ কিলোমিটার। সংবাদমাধ্যম জানায়, তিরানার উত্তরে থুমান গ্রামে ভূমিকম্পে বিধ্বস্ত এক ভবন থেকে দুই নারীর মরদেহ উদ্ধার করা হয়। এছাড়া কুরবিন শহরে ভূমিকম্পের সময় ভবন থেকে ঝাঁপিয়ে পড়ে একজন নিহত হয়েছেন বলে আলবেনিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় সূত্র জানিয়েছে। এছাড়া ভূমিকম্পে তিরানার দক্ষিণ-পশ্চিমে বন্দর নগরী দুরিসে আরও তিনজন এবং উত্তরাঞ্চলীয় লিঝি শহরে আরও একজন নিহত হয়েছেন বলে জানায় প্রতিরক্ষা মন্ত্রণালয়। শহরের বাসিন্দাদের ধ্বংসস্তুপ থেকে উদ্ধারের চেষ্টা চলছে বলে জানিয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক মুখপাত্র। এদিকে, ভূমিকম্পের তিন ঘণ্টা পরেও শহরটিতে মৃদু কম্পন অনুভূত হয়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। এছাড়া মূল ভূমিকম্পের আগেও বেশ কয়েকবার মৃদু কম্পন আলবেনিয়াসহ পুরো বলকান অঞ্চলে অনুভূত হয়েছে বলে জানা যায়। আলবেনিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ত্রিশ বছরের মধ্যে এটিই আলবেনিয়ার সবচেয়ে ভয়াবহ ভূমিকম্প।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন