News71.com
 International
 24 Nov 19, 06:51 PM
 196           
 0
 24 Nov 19, 06:51 PM

টানা পাঁচ মাস ধরে চলমান বিক্ষোভের মধ্যেই হংকংয়ে নির্বাচন॥

টানা পাঁচ মাস ধরে চলমান বিক্ষোভের মধ্যেই হংকংয়ে নির্বাচন॥

আন্তর্জাতিক ডেস্কঃ গণতন্ত্রের দাবিতে টানা পাঁচ মাস সহিংস বিক্ষোভের পর হংকংয়ে স্থানীয় নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। ভোটকেন্দ্রে সহিংসতা হলে ভোট বাতিলের হুমকি দিয়েছে হংকং প্রশাসন। তবে ভোটের ফলাফলের মাধ্যমে চীনকে নিজেদের ঐক্যের বার্তা দিতে চায় বিক্ষোভকারীরা। গণতন্ত্রের দাবিতে টানা আন্দোলনের মধ্যে স্থানীয় সময় রোববার সকাল সাড়ে সাতটায় হংকংয়ের জেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়। চলবে রাত সাড়ে এগারোটা পর্যন্ত। ভোটাররা বলছেন, স্থানীয় এই নির্বাচনের ফলাফলে সরকারবিরোধী আন্দোলন সম্পর্কে হংকংবাসীর অবস্থান স্পষ্ট হবে। তারা বলছে, আগের চেয়ে এবার ভোটার সংখ্যা অনেক বেশি। সকাল থেকে ভোটারদের ব্যাপক উপস্থিতি দেখা যাচ্ছে। আর এটি হয়তো এখানে যে আন্দোলন চলছে তারই প্রতিচ্ছবি। আমরা এখন বুড়ো হয়ে গেছি। তবে আমরা মনে করি, তরুণ প্রজন্মের জন্য আমাদের কিছু করে যাওয়া উচিত। ১৮টি জেলা পরিষদের জন্য মোট ৪শ' ৫২ জন কাউন্সিলর নির্বাচন করবেন ভোটাররা। এসব আসনের জন্য লড়াই করছেন ১ হাজার ৯০ জন প্রার্থী। সুবিধাবঞ্চিত প্রত্যন্ত জেলার জন্য বরাদ্দ রয়েছে আরো ২৭টি আসন। জেলাপরিষদগুলোর নিজেদের ক্ষমতা কম হলেও হংকং এর এই নির্বাচন বেশ গুরুত্বপূর্ণ। কেননা, ১ হাজার ২শ' সদস্যের যে নির্বাচকমণ্ডলী প্রধান নির্বাহী নির্বাচন করে সেখানে স্থান পান জেলাপরিষদের ১শ' ১৭ কাউন্সিলর।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন