News71.com
 International
 11 Nov 19, 11:23 AM
 297           
 0
 11 Nov 19, 11:23 AM

জাপানে সম্রাটের সিংহাসন আরোহনে রাজকীয় প্যারেড॥

জাপানে সম্রাটের সিংহাসন আরোহনে রাজকীয় প্যারেড॥

আন্তর্জাতিক ডেস্কঃ জাপানের নতুন সম্রাট নারুহিতোর সিংহাসনে আরোহন উপলক্ষে রাজকীয় প্যারেডের আয়োজন করা হয় রোববার। এতে সম্রাট নারুহিতো এবং সম্রাজ্ঞী মাসাকো অংশ নেন। তাদের প্যারেড দেখতে রাস্তার পাশে ভিড় করেন হাজার হাজার মানুষ। ৫৯ বছর বয়সী নতুন সম্রাট গত মে মাসে তার বাবা সম্রাট আকিহিতোর মৃত্যুর পর সিংহাসনে বসেন। এ প্যারেড গত ২২ অক্টোবর আনুষ্ঠানিকভাবে তার সিংহাসনে আরোহনের দিন হওয়ার কথা ছিল। ১শ' ৯০ দেশের প্রতিনিধির উপস্থিতিতে সেদিন সিংহাসনে আরোহন করেন জাপানের সম্রাট। তবে ঘূর্ণিঝড় হাগিবিসের কারণে প্যারেড পিছিয়ে দেয়া হয়। সম্রাট নারুহিতো হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করে পরবর্তীতে কূটনীতিক হিসেবে কাজ করেছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন