News71.com
 International
 01 Nov 19, 08:46 PM
 154           
 0
 01 Nov 19, 08:46 PM

সব ধরনের পানমশলা নিষিদ্ধ করলো ভারতের পশ্চিমবঙ্গ সরকার॥  

সব ধরনের পানমশলা নিষিদ্ধ করলো ভারতের পশ্চিমবঙ্গ সরকার॥   

আন্তর্জাতিক ডেস্কঃ পশ্চিমবঙ্গে গুটখা, খৈনি ইত্যাদি তামাকজাত নেশাদ্রব্য এবং সব ধরনের পানমশলা নিষিদ্ধ হচ্ছে। ৭ নভেম্বর থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে পরবর্তী এক বছরের জন্য। এই এক বছরে এসব জিনিস তৈরি, মজুত, জোগান এবং বিক্রি আইনত অপরাধ বলে বিবেচিত হবে। নিষেধাজ্ঞার মেয়াদ এক বছর হলেও বাৎসরিক নবায়ণের মাধ্যমে তা চিরস্থায়ী হতে পারে। চলতি বছরেই পশ্চিমবঙ্গের প্রতিবেশী রাজ্য বিহারে মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের সরকার ১২ ধরনের পানমশলা নিষিদ্ধ করেছে। ওই পানমশলাগুলোতে ক্ষতিকর ম্যাগনেশিয়াম কার্বনেট আছে; যা ক্যান্সারের কারণ বলে গবেষণায় প্রমাণিত হয়েছে। আর তারও আগে বিহারে নিষিদ্ধ হয়েছে গুটখা। এ বছর একই ধরনের নিষেধাজ্ঞা রাজস্থানেও জারি হয়েছে ।

ভারতীয় ক্যান্সার গবেষণা সংস্থার তথ্য-পরিসংখ্যান বলছে, মুখের ক্যান্সারের ক্ষেত্রে ৯০ শতাংশই হয় এই ধরনের খৈনি, গুটখা ইত্যাদি থেকে। যা অধিকাংশ ক্ষেত্রেই ধরা পরে দেরিতে, কারণ সাধারণ মানুষ সচেতন নন। প্রায় প্রতিদিনই এরকম ক্যান্সার আক্রান্ত রোগীর মুখ, গলা, ঘাড়ে অস্ত্রোপচার করতে হয় শল্য চিকিৎসক উদয় মুখার্জিকে। তিনি বলছেন, মুখের স্বাস্থ্য রক্ষার ব্যাপারে গড়পড়তা ভারতীয়র সচেতনতা এমনিতেই খুব কম। মুখে ঘা হলে, যতক্ষণ না সেটা ছড়িয়ে পড়ছে, যন্ত্রণা দিচ্ছে, ডাক্তারের কাছে যায় না। তিনি বলেন, নিয়মিত মদ্যপান বা খৈনি, গুটখা, পানমশলা খেলে ওই সাধারণ ঘা থেকে ক্যান্সার হয়ে যাওয়ার সম্ভাবনা ১৫ গুণ বেড়ে যায়। কাজেই যদি পশ্চিমবঙ্গে নিষেধাজ্ঞা কার্যকর করা যায়, লোকে এসব ক্ষতিকর জিনিস দোকানে দোকানে কিনতে না পারে, তা হলে নিশ্চয়ই লাভ হবে। তবে তার জন্য চাই সচেতনতা, যার দারুণ অভাব সারা দেশেই ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন