international
 30 Oct 19, 11:01 PM
 42             0

মধ্য আফ্রিকার দেশ ক্যামেরুনে ভূমিধসে ২৬ শিশুসহ নিহত ৪২॥

মধ্য আফ্রিকার দেশ ক্যামেরুনে ভূমিধসে ২৬ শিশুসহ নিহত ৪২॥

আন্তর্জাতিক ডেস্কঃ মধ্য আফ্রিকার দেশ ক্যামেরুনে ভারী বর্ষণের ফলে সৃষ্ট ভূমিধসে ২৬টি শিশুসহ অন্তত ৪২ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। দেশটির পশ্চিমাঞ্চলীয় পার্বত্য শহর বাফৌসামে তারা প্রাণ হারায়। উদ্ধারকৃতদের মধ্যে ২৬ শিশুর মরদেহ থাকার তথ্য নিশ্চিত করেছে উদ্ধারকর্মীরা। গতকাল মঙ্গলবার রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাত এসব তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তাসংস্থা । ক্যামেরুন রেডিও টেলিভিশনের খবরে বলা হয়, আজ বুধবারের অভিযানে আরও মরদেহ উদ্ধার হতে পারে বলে আশঙ্কা করছে কর্তৃপক্ষ।ওই ভূমিধসের ঘটনায় বেঁচে যাওয়া আলবার্ট কেঙ্গে বলেন, ‘রাত ১০টার দিকে আমি একটি প্রচণ্ড শব্দ শুনি। আমি বিশাল ধূলিঝড় উড়তে দেখলাম। যখন পাহাড় ধসে পড়লো।’ মধ্য আফ্রিকায় চলতি বছরের বর্ষা মৌসুম শেষ হলেও ভারী বর্ষণ অব্যাহত আছে। এর ফলে বিভিন্ন অঞ্চলে বন্যা দেখা যাচ্ছে। ইতোমধ্যে মধ্য আফ্রিকা রিপাবলিকের প্রায় ৩০ হাজার মানুষ নিজেদের ঘরবাড়ি ছাড়তে বাধ্য হয়েছে। জাতিসংগের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ জানিয়েছে, ভারী বর্ষণের ফলে দক্ষিণ সুদানের স্বাস্থ্য কেন্দ্র ও সড়কগুলো ধ্বংস হয়ে গেছে। জলমগ্ন হয়ে পড়েছে প্রায় ১০ লাখ মানুষ ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন

')