News71.com
 International
 15 Oct 19, 10:17 PM
 120           
 0
 15 Oct 19, 10:17 PM

চাকরি ছেড়ে সন্ন্যাস জীবনে ছেলে, আদালতে বাবা-মা ।।

চাকরি ছেড়ে সন্ন্যাস জীবনে ছেলে, আদালতে বাবা-মা ।।

আন্তর্জাতিক ডেস্কঃ মোটা বেতনের চাকরি ছেড়ে সন্ন্যাস হয়েছেন ধর্মেশ গোল নামের এক ব্যক্তি। এর ফলে সংসারবিমুখ হয়ে পড়েন তিনি। ঘরে রোজগার করার অন্য কোনো সদস্য না থাকায় আর্থিক অনটনে পড়েছেন ধর্মেশের বাবা-মা। এই পরিস্থিতিতে দেখভালের দাবিতে সন্তানের বিরুদ্ধেই আদালতে অভিযোগ দায়ের করেছেন তারা। ঘটনাটি ঘটেছে ভারতের আমেদাবাদে। ফার্মাসিতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করে ভাল চাকরিতেও যোগ দিয়েছিলেন ধর্মেশ। কিন্তু চাকরিতে তার মন বসলো না। তাই বার্ষিক সাত লক্ষ টাকারও বেশি প্যাকেজের চাকরি ছেড়ে সন্ন্যাস গ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। এতে করে তার বৃদ্ধ বাবা-মার সংসারে আর্থিক সমস্যার তৈরি হয়েছে। যদিও বর্তমানে ধর্মেশ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বক্তৃতা দিয়ে মাসে এক লক্ষ টাকার কাছাকাছি আয় করেন। তবুও বাবা-মায়ের দেখভালের জন্য কোনো দায়িত্বই পালন করেন না তিনি। ধর্মেশের বাবা-মা দাবি করেছেন, তাদের সন্তানের পড়াশোনার জন্য সমস্ত সঞ্চিত অর্থ তারা খরচ করে ফেলেছেন। আনুমানিক ৩৫ লক্ষ টাকার কথা জানিয়েছেন তারা। অগত্যা উপায় না দেখে আদালতের শরণাপন্ন হয়েছেন তারা। ধর্মেশের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে দেখভাল বাবদ ৫০,০০০ টাকা দাবি করেছেন তার বাবা-মা। আদালত থেকে জানানো হয়েছে, সন্তান হিসেবে বাবা-মায়ের দেখভাল করা তাদের দায়িত্বের মধ্যে পড়ে। সন্তান কোনোভাবেই এই দায়িত্ব এড়িয়ে যেতে পারেন না। বাবা-মায়ের অসহায় পরিস্থিতির কথা অনুমান করে আদালত মাসিক ১০,০০০ টাকা দেয়ার নির্দেশ দিয়েছে ধর্মেশকে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন