News71.com
 International
 15 Oct 19, 12:00 PM
 108           
 0
 15 Oct 19, 12:00 PM

মেক্সিকোতে মাফিয়া হামলায় ১৪ পুলিশ নিহত ।।

মেক্সিকোতে মাফিয়া হামলায় ১৪ পুলিশ নিহত ।।

আন্তর্জাতিক ডেস্ক মেক্সিকোতে মাফিয়া সদস্যদের আকস্মিক বন্দুকহামলায় ১৪ পুলিশ নিহত ও তিনজন আহত হয়েছেন। সোমবার (১৪ অক্টোবর) দেশটির মিশোকান প্রদেশের এল আগুয়াজে এলাকায় এ ঘটনা ঘটে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানায়, আদালতের একটি রায় নিয়ে যাওয়ার সময় পুলিশের ওপর সশস্ত্র হামলা চালায় সন্ত্রাসীরা। বেশ কয়েকটি পিকআপ নিয়ে পুলিশের গাড়িবহর চারপাশ থেকে ঘিরে ভারী অস্ত্র দিয়ে এলোপাতাড়ি গুলি চালায় তারা। পরে, গাড়িগুলোতে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায় হামলাকারীরা। এসময় অন্তত ১৪ পুলিশ সদস্য নিহত ও তিনজন গুরুতর আহত হয়েছেন। ধারণা করা হচ্ছে, এ হামলায় জালিস্কো নুয়েভা জেনারেসন কারটেল (সিজেএনজি) নামে একটি শক্তিশালী মাফিয়া গ্রুপ জড়িত। ঘটনাস্থলে রেখে যাওয়া একটি মেসেজ থেকে তাদের জড়িত থাকার কথা জানা যায়। এল আগুয়াজে এলাকাটি মাদক ব্যবসায়ী মাফিয়াদের জন্য কুখ্যাত। সেখানে সিজেএনজি ও লস ভিয়াগ্রাস নামে দু’টি গ্রুপের মধ্যে প্রায়ই সংঘর্ষ হয়। সরকারের কঠোর পদক্ষেপের পরেও গত বছরই মেক্সিকোতে রেকর্ড ২৯ হাজার খুনের ঘটনা ঘটেছে। ধারণা করা হচ্ছে, এ বছর ওই সংখ্যাও ছাড়িয়ে যাবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন