News71.com
 International
 14 Oct 19, 01:50 PM
 134           
 0
 14 Oct 19, 01:50 PM

চীনে প্লাস্টিক মেলায় বাংলাদেশ ।।

চীনে প্লাস্টিক মেলায় বাংলাদেশ ।।

আন্তর্জাতিক ডেস্কঃ ‘নতুন ডিজাইন, নতুন প্রযুক্তি, নতুন জ্ঞান, নতুন জীবন’ স্লোগানে চীনে অনুষ্ঠিত হয়ে গেল চারদিন ব্যাপী ‘১৯তম চায়না প্লাস্টিক এক্সিবিশন অ্যান্ড কনফারেন্স ২০১৯’, এতে অংশ নিয়েছে বাংলাদেশ। স্থানীয় সময় শুক্রবার সকাল থেকে সোমবার সন্ধ্যা পর্যন্ত দেশটির ঝজিয়াং প্রদেশের তাইজহু শহরে ‘তাইজহু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে’ এটি অনুষ্ঠিত হয়। প্রদর্শনী হলটি ৪০ হাজার বর্গমিটার এলাকা জুড়ে আচ্ছাদিত। যার মধ্যে রয়েছে ৩৫ হাজার বর্গমিটার অভ্যন্তরীণ প্রদর্শনী হল এবং ৫ হাজার বর্গমিটার বহিরাগত প্রদর্শনী হল, যেখানে ১ হাজার ছয়শটি স্ট্যান্ডার্ড বুথ রয়েছ। প্রদর্শনী হলে প্রায় পাঁচশটি পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান তাদের পণ্য প্রদর্শন করে। ২০০১ সালে প্রতিষ্ঠার পর থেকে চীন প্লাস্টিক ফেয়ারটি ১৮ বছর ধরে অনুষ্ঠিত হয়ে আসছে এবং এখন এটি দেশের বৃহত্তম বাণিজ্যমেলাগুলোর একটি বলে মনে করা হয়। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, আফ্রিকা, ইরান, মঙ্গোলিয়া, বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, তাজাকিস্থান, কাজাকিস্থান, সিরিয়া, ইয়েমেন, মিশর, ইরাকসহ ৬৫ দেশের ১৮০ জন ক্রেতা প্রতিনিধিরা এ মেলায় অংশ নেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন